Target মাধ্যমিক 2025
একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় \((-5), (-7)\) হলে, সমীকরণটি নির্ণয় করাে।

বীজদ্বয়ের যোগফল \(=(-5)+(-7)=-12\)
এবং বীজদ্বয়ের গুনফল \(=(-5)\times (-7)=35\)

\(\therefore\) দ্বিঘাত সমীকরনটি হল \(x^2-(-12)x+35=0\)
বা, \(x^2+12x+35=0\)

Ganitsarani.in