Target মাধ্যমিক 2025
কোনো দলের কাছে 195 টাকা জমা ছিল এবং দলে যতজন সদস্য প্রত্যেকে তত টাকা চাঁদা দেওয়ার পর দলের মোট অর্থ দলের সকলের মধ্যে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে 28 টাকা করে পাবে । শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে ওই দলের সদস্য সংখ্যা নির্ণয় করি ।

ধরি, ওই দলের সদস্যসংখ্যা \(x\) জন
\(\therefore\) প্রত্যেকে \(x\) টাকা করে দিলে মোট অর্থের পরিমান \(=x\times x\) টাকা =\(x^2\) টাকা
আগে জমা ছিল 195 টাকা
\(\therefore\) মোট অর্থের পরিমান \(=(x^2+195)\) টাকা
শর্তানুসারে, \(x^2+195=28\times x\)
বা, \(x^2-28x+195=0\)
\(x^2-28x+195=0\) সমীকরনটিকে \(ax^2\) \(+bx+c=0\) সমীকরনের সঙ্গে তুলনা করে পাই, \(a=1, b=-28, c=\bbox[2px,border:2px solid green] {\,195\,}\)
শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই,
\(x=\cfrac{-b\pm\sqrt{b^2-4ac}}{2a}\)
বা, \(x=\cfrac{28\pm\sqrt{(-28)^2-4\times 1\times 195}}{2\times 1}\)

\(=\cfrac{28\pm\sqrt{\bbox[2px,border:2px solid green] {\,784\,}-780}}{2}\)

\(=\cfrac{28\pm 2}{2}\)

\(=14\pm 1\)


হয়, \(x=\cfrac{28+2}{2}=\bbox[2px,border:2px solid green] {\,15\,}\)
অথবা, \(x=\cfrac{28-2}{2}=\bbox[2px,border:2px solid green] {\,13\,}\)
\(\therefore\) সদস্য সংখ্যা 15 হতে পারে আবার 13 হতে পারে ।
Ganitsarani.in