Target মাধ্যমিক 2025
\(x^2+x+1=0\) সমীকরণের বীজদ্বয় বাস্তব।
বিবৃতিটি মিথ্যা ।
এখানে, \(a=1, b=1, c=1\)
\(\therefore b^2-4ac\)
\(=1^2-4.1.1=1-4=-3\)
\(<0\)
\(\therefore\) \(x^2+x+1=0\) সমীকরণের বীজদ্বয় বাস্তব হতে পারে না ।
Ganitsarani.in