Welcome to Ganitsarani

মাধ্যমিক 2025 প্রশ্নোত্তর

মাধ্যমিক 2025 [উত্তর দেখতে Question এর ওপর Click করুন ]

Top

1. নিন্মলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচিত করো । \([1\times 6=6]\)
(i) \(a : 2 = b : 5\) হলে \(a, b\) -এর কত \(\%\) এর সমান হবে :

(a) 20 (b) 40 (c) 30 (d) 50


(ii) একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য \(sec \theta, 1\) এবং \(tan \theta (\theta ≠ 90°)\) হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান-

(a) 30° (b) 45° (c) 60° (d) 90°


(iii) উর্ধ্বক্রমে সাজানো \(27, 31, 46, 52, x, y + 2,\) \(71, 79, 85, 90\) রাশি তথ্যের মধ্যমা \(64\) হলে \(x + y\) -এর মান

(a) 125 (b) 126 (c) 127 (d) 128


(iv) বার্ষিক \(X\%\) সরল সুদের হারে \(Y\) টাকার \(Z\) মাসের সুদ হবে

(a) \(\cfrac{XYZ}{1200}\) টাকা (b) \(\cfrac{XYZ}{100}\) টাকা (c) \(\cfrac{XYZ}{200}\) টাকা (d) 0\(\cfrac{XYZ}{120}\) টাকা


(v) O কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস। AC জ্যা কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে \(\angle\)OCB -এর মান হবে

(a) 20° (b) 30° (c) 40° (d) 50°


(vi) একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধ-গোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধ-গোলকটির উচ্চতা শতকরা কত বেশী ?

(a) 25% (b) 50% (c) 100% (d) 200%


2. শূন্যস্থান পূরণ করো । (যেকোনো পাঁচটি ) \([1\times 5=5]\)
(i) যদি \(x (4 - √3) = y ( 4 + √3) = 1\) হয়, তাহলে \(x^2 + y^2\) -এর মান হবে _____
(ii) যদি \(sin^2\theta + 2x cos^2 \theta = 1\) হয়, তবে \(x\)-এর মান হবে _____
(iii) \( (p + q)\) সংখ্যক সংখ্যার গড় \(x\), এর মধ্যে \(p\) সংখ্যক সংখ্যার গড় \(y\) হলে, অবশিষ্ট \(q\) সংখ্যক সংখ্যার গড় হবে _____ ।
(iv) একটি ব্যবসায় পিন্টু, আমনের \(1\frac{1}{2}\) গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড, আমনের \(2\frac{1}{2}\) গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে _____
(v) একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3 টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে _____ করবে।
(vi) \(r\) একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন _____
3. সত্য বা মিথ্যা লেখো । (যেকোনো পাঁচটি ) \([1\times 5=5]\)
(i) \(6x^2 + x +k = 0\) সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি \(\frac{25}{36}\) হলে, \(k\)-এর মান হবে \(12\)
(ii) \(0^o\lt\theta\lt 90^o\) হলে \(sin\theta\lt sin^2\theta\) হবে ।
(iii) সংখ্যাগুরু মান = 2 × মাধ্যমা – 3 × যৌগিক গড়।
(iv) একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন \(xyz\) টাকা \(y\) মাসের জন্য এবং অপরজন \(y^2z\) টাকা \(x\) মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লভ্যাংশের অনুপাত হবে \(x : y\)
(v) ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। \(\angle\)ADB = \(x°\) এবং \(\angle\)ABD = \(y°\) হলে \(\angle\)BCD এর মান হবে \( (x + y)° \)
(vi) শঙ্কুর আয়তন \(x\), ভূমির ক্ষেত্রফল \(y\) এবং উচ্চতা \(z\) হলে \(\cfrac{x}{yz}\) এর মান 3 হবে ।
4. নিন্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । (যেকোনো দশটি ) \([2\times 10=20]\)
(i) দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেমি ও 16 সেমি, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কতো হবে নির্ণয় করো ।
(ii) O কেন্দ্রীয় বৃত্তের একটি বহিঃস্থ বিন্দু P থেকে PS ও PT দুটি স্পর্শক টানা হল। QS বৃত্তের একটি জ্যা যেটি PT এর সমান্তরাল। \(\angle\)SPT = 80° হলে \(\angle\)QST এর মান কতো ?
(iii) ABCD আয়তাকার চিত্রের অভ্যন্তরে O বিন্দু এমনভাবে অবস্থিত যে OB=6 সেমি, OD=8 সেমি এবং OA=5 সেমি। OC-এর দৈর্ঘ্য নির্ণয় করো।
(iv) \(sin (\theta + 30°) = cos 15°\) হলে, \(cos 2\theta\) এর মান কতো ?
(v) \(cos^4\theta-sin^4\theta=\cfrac{2}{3}\) হলে, \(1-2sin^2\theta\) এর মান নির্ণয় কর ।
(vi) একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা \(x\), তলগুলির সংখ্যা \(y\) হলে, \('a'\) এর সর্বনিম্ন মান কতো হলে \((x + y+a)\) একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।
(vii) দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কতো ?
(viii) প্রথম \((2n + 1)\) সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা \(\cfrac{n+103}{3}\)হলে, \(n\) -এর মান নির্ণয় করো ।
(ix) বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5%, হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়। মূলধন কতো ?
(x) কোনো ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর B এর লাভ 798 টাকা হলে, মোট লাভ কতো ?
(xi) \(\cfrac{x}{2}=\cfrac{y}{3}=\cfrac{z}{4}\) হলে \(\cfrac{3x+4y+8z}{x+3y}\)এর মান কত?
(xii) \(x \propto \sqrt{y}\) এবং \(y = a^2\), যদি \(x = 2a\) হয় তাহলে \(x^2 : y\) এর মান নির্ণয় করো।
5. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও \([1 \times 5=5] \)
(i) কোনো যৌথ ব্যবসায়ে সমর ও মহিমের প্রত্যেকের মূলধন 20,000 টাকা। 6 মাস পরে সমর আরও 5,000 টাকা দিল কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। যদি বৎসরান্তে 32,000 টাকা লাভ হয়ে থাকে, তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো।
(ii) 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো, যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5% ।
6. যেকোনো একটি সমাধান করো । \([1 \times 3=3] \)
(i) 16 কে এমন দুটি অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুন ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি ।
(ii) সমাধান করো :
\(\cfrac{x+3}{x-3}+\cfrac{x-3}{x+3}=2\cfrac{1}{2} [x≠3,-3]\)

7. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও । \([1 \times 3=3] \)
(i) \(\left(x^3-\cfrac{1}{y^3}\right)\propto \left(x^3+\cfrac{1}{y^3}\right)\) হলে, দেখাও যে\(x\propto \cfrac{1}{y}\)
(ii) যদি \(x = \cfrac{4\sqrt{15}}{\sqrt5+\sqrt3}\) হয়, তবে \(\cfrac{x+\sqrt{20}}{x-\sqrt{20}}+\cfrac{x+\sqrt{12}}{x-\sqrt{12}}\) এর মান নির্ণয় করো ।
8. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও । \([1 \times 3=3] \)
(i) যদি\( (b+c-a) x = (c+a-b) y= (a+b–c) z=2\) হয়, তবে প্রমাণ করো \(\left(\cfrac{1}{y}+\cfrac{1}{z}\right)\left(\cfrac{1}{z}+\cfrac{1}{x}\right)\left(\cfrac{1}{x}+\cfrac{1}{y}\right)=abc\)
(ii) \(\cfrac{x}{y}=\cfrac{a+2}{a-2}\) হলে \(\cfrac{x^2-y^2}{x^2+y^2}\) এর মান নির্ণয় করো ।
9. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও । \([1 \times 5=5] \)
(i) বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক- প্রমাণ করো।
(ii) পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো।
10. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও । \([1 \times 3=3] \)
(i) O কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস, বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু P থেকে PN, AB এর উপর একটা লম্ব টানা হল। O কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস, বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু P থেকে PN, AB এর উপর একটা লম্ব টানা হল। জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করো যে PB\(^2\)=AB×BN
(ii) ABC ত্রিভুজের পরিকেন্দ্র O এবং OD\(\bot\)BC হলে প্রমাণ করো \(\angle\)BOD = \(\angle\)BAC.
11. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও । \([1 \times 5=5] \)
(i) জ্যামিতিক পদ্ধতিতে \(2\sqrt{3}\) এর মান নির্ণয় করো। (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে)
(ii) 6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো।
12. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও । \([2 \times 3=6] \)
(i) যদি \(sin x = m sin y\) এবং \(tan x = n tan y\) হয় তবে দেখাও যে \(cos^2 x =\cfrac{m^2-1}{n^2-1}\)
(ii) \(tan \theta =\cfrac{5}{7}\) হলে, \(\cfrac{5sin\theta + 7cos\theta}{7 sin \theta + 5 cos \theta}\) এর মান নির্ণয় করো ।
(iii) একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত 5 : 2। চাপ দুটি কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার দ্বিতীয় কোণটির মান 30° হলে প্রথম কোণটির বৃত্তীয় মান কতো ?
13. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও । \([1 \times 5=5] \)
(i) মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তরদিকে 30° উন্নতি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60° উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি বরাবর 50√3 মিটার উঁচুতে একই সরলরেখায় উড়ে থাকে তবে তার গতিবেগ কতো ?
(ii) দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার । একটির উচ্চতা অন্যটির তিনগুণ । স্তম্ভদ্বয়ের পাদদেশে সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক । ছোটো স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো ।
14. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও । \([2 \times 4=8] \)
(i) একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2 বর্গসেমি এবং ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে উহার শীর্ষকোণ নির্ণয় করো ।
(ii) একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হত তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমি বেশি হত। চোঙটির উচ্চতা নির্ণয় করো।
(iii) 12 সেমি ব্যাসবিশিষ্ট একটি নিরেট সীসার গোলক গলিয়ে তিনটি ছোট ছোট নিরেট সীসার গোলক তৈরী করা হল। যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3 : 4 : 5 হয়, তবে ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ নির্ণয় করো ।
15. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও । \([2 \times 4=8] \)
(i) একটি কর্মসূচীতে উপস্থিত 100 জনের বয়স নীচের ছকে দেওয়া হল। ঐ 100 জন লোকের গড় বয়স নির্ণয় করো। (যে কোনো পদ্ধতি অবলম্বন করে)
বয়স (বছরে)10-2020-3030-4040-5050-6060-70
রোগীর সংখ্যা081220221820

(ii) নীচের তথ্যের মধ্যমা 32 হলে x ও y এর মান নির্ণয় করো যখন x + y = 100.
শ্রেণি সীমা0-1010-2020-30
পরিসংখ্যা10x25
30-4040-5050-60
30y10

(iii) প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক) তৈরী করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করো।
শ্রেণী সীমা0-1010-2020-30
পরিসংখ্যা1615
30-4040-5050-6060-70
201561