২০২১ সালে, সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বহু গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিঘ্ন ঘটে। বিশেষ করে শিক্ষা খাতে এই মহামারির প্রভাব ছিলো অত্যন্ত গভীর। মহামারির কারণে বিদ্যালয়গুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হওয়া হয়, এবং শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে মাধ্যমিক পরীক্ষাও বাতিল করা হয়।
পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা, কারণ আগে কখনোই এতো বড় স্তরের পরীক্ষা বাতিল করা হয়নি। সরকারি ঘোষণা অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বিকল্প উপায়গুলো বিবেচনা করা হয়। শিক্ষকরা পরীক্ষার্থীদের পূর্ববর্তী ফলাফল ও শিক্ষাবর্ষের বিভিন্ন অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন সম্পন্ন করেন।