একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরন
Top
(i) \(x^2-7x+2\)
(ii) \(7x^5-x(x+2)\)
(iii) \(2x(x+5)+5\)
(iv) \(2x-1\)
(i) \( x-1+\cfrac{1}{x}=6,(x≠0)\)
(ii) \( x+\cfrac{3}{x}=x^2,(x≠0)\)
(iii) \( x^2-6√x+2=0\)
(iv) \( (x-2)^2=x^2-4x+4\)
(a) \(a=0\) (b) \(a=2\) (c) \(a=4\) (d) \(a=-2\)
(a) 1 (b) 2 (c) 3 (d) 4
(i) 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় ।
(ii) দুটি ক্রমিক ধনাত্বক অযুগ্ম সংখ্যার গুনফল 143
(iii) দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313
(i) একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি ।
(ii) এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন । যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হত ।
(iii) দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি । একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল । ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগত ।
(iv) একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন । তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো ।
(v) স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে, রতনমাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আস্তে 10 ঘন্টা সময় লাগে ।
(vi) আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে । তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে ।
(vii) দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুনফল সংখ্যাটির চেয়ে 12 কম ।
(viii) 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার ।
Top
(i) \(x^2+x+1=0, 1\) ও \(-1\)
(ii) \(8x^2+7x=0, 0\) ও \(-2\)
(iii) \(x+ \cfrac{1}{x}=\cfrac{13}{6} ,\cfrac{5}{6}\) ও \(\cfrac{4}{3}\)
(iv) \(x^2-√3 x-6=0,-√3\) ও \(2√3\)
(ii) \(k\) -এর কোন মানের জন্য \(x^2+3ax+k=0\) দ্বিঘাত সমীকরণের একটি বীজ \(-a\) হবে হিসাব করে লিখি ।
(i) \(3y^2-20=160-2y^2\)
(ii) \((2x+1)^2+(x+1)^2=6x+47\)
(iii) \((x-7)(x-9)=195\)
(iv) \(3x- \cfrac{24}{x}=\cfrac{x}{3} , x≠0\)
(v) \(\cfrac{x}{3}+\cfrac{3}{x}=\cfrac{15}{x} ,x≠0\)
(vi) \(10x-\cfrac{1}{x}=3,x≠0\)
(vii) \(\cfrac{2}{x^2} -\cfrac{5}{x}+2=0,x≠0\)
(viii) \(\cfrac{(x-2)}{(x+2)}+6\left(\cfrac{x-2}{x-6}\right)=1,x≠-2,6\)
(ix) \(\cfrac{1}{x-3}-\cfrac{1}{x+5}=\cfrac{1}{6} ,x≠3,-5\)
(x) \(\cfrac{x}{x+1}-\cfrac{x+1}{x}=2\cfrac{1}{12} ,x≠0,-1\)
(xi) \(\cfrac{ax+b}{a+bx}=\cfrac{cx+d}{c+dx} , \) \([a≠b,c≠d],\) \(x≠\cfrac{a}{b},-\cfrac{c}{d}\)
(xii) \((2x+1)+\cfrac{3}{2x+1}=4,x≠-\cfrac{1}{2}\)
(xiii) \(\cfrac{x+1}{2}+\cfrac{2}{x+1}=\cfrac{x+1}{3}\) \(+\cfrac{3}{x+1} \) \( -\cfrac{5}{6},x≠-1\)
(xiv) \(\cfrac{12x+17}{3x+1}-\cfrac{2x+15}{x+7}=\cfrac{31}{5} ,\) \(x≠-\cfrac{1}{3},\) \(-7\)
(xv) \(\cfrac{x+3}{x-3}+6\left(\cfrac{x-3}{x+3}\right)=5,x≠3,-3\)
(xvi) \(\cfrac{1}{a+b+x}=\cfrac{1}{a}+\cfrac{1}{b}+\cfrac{1}{x} ,\) \(x≠0,\) \(-(a+b)\)
(xvii) \(\left(\cfrac{x+a}{x-a}\right)^2-5\left(\cfrac{x+a}{x-a}\right)+6=0,x≠a\)
(xviii) \(\cfrac{1}{x}-\cfrac{1}{x+b}=\cfrac{1}{a}-\cfrac{1}{a+b} ,x≠0,-b\)
(xix) \(\cfrac{1}{(x-1)(x-2)}\) \(+\cfrac{1}{(x-2)(x-3)} \) \(+\cfrac{1}{(x-3)(x-4)}\) \(=\cfrac{1}{6} ,\) \( x≠1,2,3,4\)
(xx) \(\cfrac{a}{x-a}+\cfrac{b}{x-b}=\cfrac{2c}{x-c}, x\ne a,b,c\)
(xxi) \(x^2-(√3+2)x+2√3=0\)
Top
(a) একটি (b) দুটি (c) তিনটি (d) কোনোটিই নয়
(a) \(b≠0\) (b) \(c≠0\) (c) \(a≠0\) (d) কোনোটিই নয়
(a) 1 (b) 2 (c) 3 (d) কোনোটিই নয়
(a) রৈখিক (b) দ্বিঘাত (c) ত্রিঘাত (d) কোনোটিই নয়
(a) 0 (b) 6 (c) 0 ও 6 (d) -6
Top
Top
(a) 2 (b) -2 (c) 6 (d) -6
(a) -2 (b) -8 (c) 8 (d) 12
(a) >0 (b) =0 (c) <0 (d) কোনোটিই নয়
(a) \(c=\cfrac{b}{2a}\) (b) \(c=-\cfrac{b}{2a}\) (c) \(c=- \cfrac{b^2}{4a}\) (d) \(c= \cfrac{b^2}{4a}\)
(a) \(-\cfrac{3}{8}\) (b) \(\cfrac{2}{3}\) (c) -4 (d) 4
Top