যদি \(x\propto y\) এবং \(u\propto z\) হয় তবে \(xu\propto \)_____
যদি \(x\propto y\) এবং \(u\propto z\) হয় তবে \(xu\propto yz\) হবে ।
\(x\propto y\)
বা, \(x=ky -----(i)\) [\(k\) ভেদ ধ্রুবক ]
\(u\propto z\)
বা, \(u=mz -----(ii)\) [\(m\) ভেদ ধ্রুবক ]
\(\therefore xu=ky\times mz\)
বা, \(xu=km\cdot yz\)
বা, \(xu\propto yz\) [\(\because k,m\) ভেদ ধ্রুবক]