1. একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে, ব্যবসায় মোট কত লাভ হয়েছিল?
2. একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে, ব্যবসায় মোট লাভ কত?
3. একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ, তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। ব্যবসায় মোট লাভ নির্ণয় করো। Madhyamik 2019
4. একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ অপেক্ষা 70 টাকা কম হলে, ব্যবসায় মােট কত লাভ হয়েছিলাে?
5. একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত \(\cfrac{1}{4}:\cfrac{1}{3}:\cfrac{1}{8}\) এবং দ্বিতীয় ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 500 টাকা বেশি হলে, ব্যবসায় মােট কত লাভ হয়েছিল।
6. একটি অংশীদারী ব্যবসায় রীনা, বীণা ও সাবিনার মূলধনের অনুপাত 8:3:5 এবং বীণার লাভ সাবিনার লাভের থেকে 60 টাকা কম হলে, ব্যবসায়ে মােট কত টাকা লাভ হয়েছিল?
7. কোনাে ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত 5:8:12। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে টাকা 700 কম হলে, দ্বিতীয় ব্যক্তির লাভ কত?
8. একটি যৌথ ব্যবসায়। তিন ব্যক্তির মুলধনের অনুপাত 5:8:3 এবং দ্বিতীয় ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 100 টাকা বেশি হলে, ব্যবসায় মােট লাভ কত?
9. একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিশ এবং অ্যান্টনির মূলধনের অনুপাত \(\frac{1}{6}:\frac{1}{5}:\frac{1}{4}\) বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে, অ্যান্টনির লাভ কত হবে হিসাব করি।
10. একটি অংশীদারী ব্যবসায় A, B, C এর মূলধনের অনুপাত 3:8:5; A এর লাভ C এর লাভের থেকে 80 টাকা কম হলে, ওই ব্যবসায় কত টাকা লাভ হয়েছিল?
11. একটি অংশীদারি কারবারে A, B ও C-এর মূলধনের অনুপাত 3:8:5 এবং A-এর লাভ C-এর লাভের থেকে 6,000 টাকা কম হলে, কারবারে মােট লাভ কত?
12. একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা ও বেলার মূলধনের অনুপাত 3:8:5 । ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম হলে, ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল ? Madhyamik 2024
13. তিন ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমান কত?
14. একটি অংশীদারী ব্যবসায় A,B,C এর মূলধনের : অনুপাত 3:৪:5 এবং A এর লভ্যাংশ C এর লভ্যাংশের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মােট কত লাভ হয়েছিল?
15. একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিশ এবং অ্যান্টনির মূলধনের অনুপাত \(\frac{1}{6}:\frac{1}{5}:\frac{1}{4}\) বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3,700 টাকা হলে, অ্যান্টনির লাভ নির্ণয় করো।
16. দুজনের একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ 150 টাকা। প্রথম ব্যক্তির মূলধন 600 টাকা এবং লাভ 90 টাকা হলে দ্বিতীয় ব্যক্তির মূলধন কত?
17. একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা।
18. তিন জনের মূলধনের অনুপাত 4:8:9 এবং প্রথম ও তৃতীয় ব্যক্তির লাভের অন্তর 200 টাকা হলে, দ্বিতীয় ব্যক্তির লাভের অনুপাত কত?
19. একটি যৌথ ব্যবসায় A, B ও C এর মূলধনের অনুপাত \(\frac{1}{2}:\frac{1}{3}:\frac{1}{4}\) । 4 মাস পরে A তার মূলধনের অর্ধেক তুলে নেয় এবং তার ৪ মাস পরে মোট লাভের পরিমাণ 61,050 টাকা হয়। প্রত্যেকের লভ্যাংশ কত?
20. একটি যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধনের অনুপাত 6 : 4 : 3, 4 মাস পরে প্রথম বন্ধু তাঁর মূলধনের অর্ধেক তুলে নেন এবং তার ৪ মাস পরে মোট লাভ হয় 61,050 টাকা। তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে ? Madhyamik 2023
21. একটি ব্যবসায় রাজু এবং আসিমের মূলধনের অনুপাত 4 : 5 এবং তাদের লাভের অনুপাত 2:3। রাজু যদি 10 মাসের জন্য বিনিয়ােগ করে থাকে তবে আসিম কত সময়ের জন্য বিনিয়ােগ করেছিল ?
(a) 1 বছর (b) 2 বছর (c) 6 মাস (d) 3 বছর
22. একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মােট লাভের 800 টাকা পেলে আসিফ পায় 1000 টাকা।
23. একটি অংশীদারী ব্যবসায় A, B ও C-এর মূলধনের অনুপাত \(\frac{1}{6}:\frac{1}{5}:\frac{1}{4}\) । বছরের শেষে মোট লাভ 7400 টাকা হলে, B-এর লাভ কত হবে?
24. তোতন 500 টাকা 9 মাসের জন্য এবং মামন 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োগ করল। তাদের লাভের অনুপাত 2:3।
25. দুজনের একটি যৌথ ব্যবসায় মোট লাভ হয় 15,000 টাকা। প্রথম ব্যক্তির মূলধন 6,000 টাকা ও লভ্যাংশ 9,000 টাকা হলে, দ্বিতীয় ব্যক্তির মূলধন কত?
26. তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের \(\frac{2}{5}\) অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো একমাসে যদি 29260 টাকা আয় হয়, তবে কে, কত টাকা পাবেন নির্ণয় করি।
27. একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা।
28. একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2 : 3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4 : 5 হলে, পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত তা হিসাব করি।