\(=\cfrac{100\times 9999}{9999\times 10}\%\)
\(=10\%\)
1. সরল সুদের হারে 9999 টাকা দশ বছরে সুদে মুলে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত? Madhyamik 2016
(a) 10% (b) 25% (c) 50% (d) 100%
2. একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরে সুদেমূলে 1056 টাকা এবং 7 বছরে সুদেমুলে 1248 টাকা হয়। সুদের হার ও আসল নির্ণয় করো । Madhyamik 2006 , 2003
3. 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও বার্ষিক একই সুদের হারে 2 বছরের সরল সুদের অন্তর 124.05 টাকা হলে মূল টাকার পরিমাণ কত?
4. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত?
5. যদি বার্ষিক 5% সুদের হারে কোনাে নির্দিষ্ট মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হয়, তবে মূলধনের পরিমাণ কত?
6. 1413 টাকা বার্ষিক r% সরল সুদের হারে 25 বছরে 3 গুণ হলে r-এর মান কত?
(a) 8 (b) 15 (c) 20 (d) 5
7. কোনো টাকার বার্ষিক 8% সুদের হারে 2 বছরের সরল সুদ 850 টাকা হলে, ওই একই সময়ের চক্রবৃদ্ধি সুদ কত?
(a) 1684 টাকা (b) 984 টাকা (c) 884 টাকা (d) কোনােটিই নয়
8. কিছু পরিমাণ টাকার 20% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরলসুদের পার্থক্য 800 টাকা হলে, আসল কত?
(a) 5250 টাকা (b) 8650 টাকা (c) 6250 টাকা (d) কোনােটিই নয়
9. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমান কত হিসাব করে লিখি ।
10. বার্ষিক 10% সরল সুদের হারে কিছু টাকার 5 বছরের সুদ x টাকা হলে,আসলের পরিমাণ
(a) 2x টাকা (b) 4x টাকা (c) 10x টাকা (d) 20x টাকা
11. কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন তিনগুণ হরে
(a) 30 বছরে (b) 35 বছরে (c) 40 বছরে (d) 45 বছরে
12. বার্ষিক 3% সরল সুদের হারে 5 বছরে সুদে আসলে 966 টাকা হলে, আসল হবে
(a) 480 টাকা (b) 408 টাকা (c) 404 টাকা (d) 840 টাকা
13. \(x%\) বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের \(x\) বছরে সুদ \(x\) টাকা হলে মূলধনের পরিমাণ –
(a) \(x\) টাকা (b) \(100x\) টাকা (c) \(\cfrac{100}{x}\) টাকা (d) \(\cfrac{100}{x^2}\) টাকা
14. বার্ষিক \(r\%\) সরল সুদের হারে কোনো মূলধনের \(n\) বছরে মোট সুদ \(\cfrac{pnr}{25}\) টাকা হলে, মূলধনের পরিমাণ –
(a) \(2p\) টাকা (b) \(4p\) টাকা (c) \(\cfrac{p}{2}\) টাকা (d) \(\cfrac{p}{4}\) টাকা
15. x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে, মূলধনের পরিমাণ -
16. বার্ষিক 6% সরল সুদের হারে 5 বছরের সুদের পরিমান 75 টাকা হলে আসলের পরিমান-
(a) 200 টাকা (b) 250 টাকা (c) 300 টাকা (d) 325 টাকা
17. বার্ষিক 4% সরল সুদের হারে কত টাকা 5 বছরে সুদে-আসলে 360 টাকা হবে?
(a) 300 টাকা (b) 320 টাকা (c) 280 টাকা (d) 340 টাকা
18. 5000 টাকা বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে বৃদ্ধি পেয়ে 7400 টাকা হবে
(a) 3 বছরে (b) 4 বছরে (c) 5 বছরে (d) 6 বছরে
19. বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকা 4 বছরে সুদেমূলে 14000 টাকা হবে?
(a) 12500 টাকা (b) 12000 টাকা (c) 12600 টাকা (d) 10000 টাকা
20. একই সরল সুদের হারে কোনো আসল 5 বছরে সুদে-আসলে 7000 টাকা এবং 8 বছরে সুদে-আসলে 8200 টাকা । সুদের হার কত ?
(a) 4% (b) 6% (c) 8% (d) 10%
21. 4% হারে 1250 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত ?
(a) 8 টাকা (b) 4 টাকা (c) 3 টাকা (d) 2 টাকা
22. 6% বার্ষিক সরল সুদের হারে \(x\) টাকার সুদ কত বছরে \(\cfrac{9x}{25}\) টাকা হবে তা নির্ণয় করো।
(a) 6 বছর (b) 8 বছর (c) 10 বছর (d) 12 বছর
23. কোনো মূলধন \(x\) বছরে দ্বিগুণ হলে, বার্ষিক সরল সুদের হার কত?
24. বার্ষিক \(r\%\) সরল সুদের হারে কোনো মূলধনের \(n\) বছরের সুদ \(\cfrac{pnr}{25}\) টাকা হলে, মূলধনের পরিমাণ _____ টাকা হবে । Madhyamik 2018
25. বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা । Madhyamik 2019
26. বার্ষিক \(\cfrac{r}{2}\%\) সরল সুদের হারে \(2p\) টাকার \(t\) বছরের সুদে আসলে হলো \(\left(2p+\cfrac{prt}{100}\right)\) টাকা । Madhyamik 2020
27. একই হারে কোনাে আসলের দুই বছরের সরল সুদ ও এক বছর পর্ব বিশিষ্ট চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 800 টাকা ও 820 টাকা। আসল ও সুদের হার নির্ণয় করো । Madhyamik 2009
28. একই সরল সুদের হারে 1200 টাকা 4 বছরের জন্য এবং 2000 টাকা 3 বছরের জন্য কোনো ব্যাঙ্কে রাখা হল । মোট সুদের পরিমান 594 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত ? Madhyamik 1982
29. কোনো মূলধন বার্ষিক 6% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে?
30. বিমলকাকু তাঁর 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 187500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তাঁর ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন?
31. বার্ষিক \(x\%\) সরল সুদের হারে কোনো মূলধনের \(y\) বছরে মোট সুদ \(\cfrac{pyx}{25}\) টাকা হলে, মূলধনের পরিমাণ হবে
32. একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়। কত বছরে একই হার সুদে তা চারগুণ হবে?
(a) 12 (b) 14 (c) 15 (d) 16
33. একই সুদের হারে 800 টাকার 3 বছরের সুদ ও 1000 টাকার 5 বছরের সুদ একত্রে 592 টাকা হয়। সুদের হার কত?
(a) 6% (b) 8% (c) 7% (d) 9%
34. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে-আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। Madhyamik 2022
35. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা \(n\) বছরে দ্বিগুণ হলে কত বছরে আট গুণ হবে নির্ণয় করো।
36. কিছু পরিমাণ টাকা একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরে সবৃদ্ধিমূল 496 টাকা এবং 5 বছরে সবৃদ্ধিমূল 560 টাকা হলে, ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো।
37. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 1248 টাকা এবং 4 বছরে সুদে-আসলে 1056 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো।
38. অমলবাবু তাঁর 13 বছর ও 15 বছরের দুই পুত্রের নামে 56000 টাকা এমনভাবে উইল করে যান যে, যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরলসুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলের বরাদ্দ টাকার পরিমাণ কি হবে?
39. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ নির্ণয় করাে।
40. কোনো মূলধন বার্ষিক 6 \(\frac{1}{4}\)% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি ।
41. কোনাে মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করাে।
42. 10% বার্ষিক সুদের হারে 100 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে –
(a) 10:11 (b) 11:10 (c) 20:21 (d) 21:20
43. বিমলবাবু তাঁর 13 বছরের ছেলে এবং 15 বছরের মেয়ের জন্য 5,600 টাকা ব্যাঙ্কে 10% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তার ছেলে ও মেয়ের জন্য ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন।
44. জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতিমাসের প্রথমদিনে 100 টাকা জমা করেন। তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা পাবেন।
45. কিছু টাকা 20 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত?
(a) 3% (b) 4% (c) 6% (d) 5%
46. 5640 টাকার বার্ষিক 7% সরল সুদের হারে 5 বছরের সুদ-
(a) 2074 টাকা (b) 1974 টাকা (c) 1900 টাকা (d) 744 টাকা
47. 450 টাকা 6% সরল সুদের হারে 4 বছরে 558 টাকা হলে কত বছরে 639 টাকা হবে?
(a) 9 বছরে (b) 5 বছরে (c) 6 বছরে (d) 7 বছরে
48. কোনাে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক 5% হারে 8 বছরের সুদ, বার্ষিক 7% হারে 4 বছরের সুদের থেকে 246 টাকা। বেশি হলে আসলের পরিমাণ কত?
(a) 5020 টাকা (b) 2000 টাকা (c) 2050 টাকা (d) 2005 টাকা
49. কত টাকা বার্ষিক 4% সরল সুদের হারে 6 বছরে 930 টাকা হবে ?
(a) 890 টাকা (b) 750 টাকা (c) 690 টাকা (d) 520 টাকা
50. কিছু টাকা বার্ষিক 7% সরল সুদের হারে 15 বছরে 1357 টাকা হলে, সুদের পরিমাণ-
(a) 695 টাকা (b) 771 টাকা (c) 717 টাকা (d) কোনােটিই নয়
51. কত টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 7 বছরে 918 টাকা এবং 13 বছরে 1122 টাকা হবে?
(a) 680 টাকা (b) 806 টাকা (c) 860 টাকা (d) কোনােটিই নয়
52. রােহিত 1250 টাকা নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখল। 2 বছর পর ব্যাংক থেকে 1352 টাকা পেলে সুদের হার কত?
(a) 5% (b) 4% (c) 8% (d) 10%
53. বার্ষিক 10% হারে 700 টাকার 2 বছরের চক্রবৃদ্ধিসুদ ও সরল সুদের পার্থক্য-
(a) 10 টাকা (b) 60 টাকা (c) 70 টাকা (d) 7 টাকা
54. বার্ষিক 5% সুদের হারে 2100 টাকার 3 বছরের চক্রবৃদ্ধিসুদ ও সরল সুদের পার্থক্য-
(a) 10 টাকা (b) 13 টাকা (c) 16.01 টাকা (d) কোনােটিই নয়
55. বার্ষিক 15% সুদের হারে কোনাে আসলের 2 বছরের সরল সুদ 160 টাকা হলে, চক্রবৃদ্ধি সুদ-
(a) 205 টাকা (b) 172 টাকা (c) 200 টাকা (d) কোনােটিই নয়
56. 1400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 87.50 টাকা হলে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত?
(a) 10% (b) 25% (c) 20% (d) 15%
57. বার্ষিক 25% চক্রবৃদ্ধি সুদের হারে 3200 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত?
(a) 3050 টাকা (b) 6250 টাকা (c) 6000 টাকা (d) 3225 টাকা
58. বার্ষিক 8% সুদের হারে 1950 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য-
(a) 18 টাকা (b) 12.48 টাকা (c) 48.12 টাকা (d) 24 টাকা
59. বার্ষিক 20% সুদের হারে কত টাকার 3 বছরের সুদ ও সরলসুদের পার্থক্য 1024 টাকা ?
(a) 2800 টাকা (b) 1100 টাকা (c) 8000 টাকা (d) 3000 টাকা
60. কোনাে আসলের বার্ষিক 18% সুদের হারে 2 বছরের সরল সুদ 800 টাকা হলে, চক্রবৃদ্ধি সুদ-
(a) 672 টাকা (b) 872 টাকা। (c) 560 টাকা। (d) 730 টাকা।
61. কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা ও ৪69.40 টাকা হলে ঐ মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার কত?
62. বার্ষিক 10% হারে 100 টাকার 2 বছরের সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা হবে।
63. বার্ষিক 10% সরল সুদের হারে কোন মূলধন কত বছরে দ্বিগুণ হবে?
(a) 5 (b) 10 (c) 15 (d) 20
64. কোন মূলধন একটি নির্দিষ্ট সরলসুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন, চারগুণ হবে-
(a) 40 বছরে (b) 60 বছরে (c) 80 বছরে (d) কোনােটিই নয়
65. বার্ষিক 10% হারে 200 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা।
66. রােকেয়া এই শর্তে ব্যাঙ্ক থেকে লােন নেয় যে, সে প্রতি দুই বছর অন্তর বার্ষিক 10% সরল সুদের হারে সুদ এবং আসলের \(\frac{1}{5}\) অংশ পরিশােধ করবে। দুই বছর বাদে প্রথম কিস্তি বাবদ যদি 10,000 টাকা শােধ করে থাকে, তাহলে সে কত টাকা ধার করেছিল তা নির্ণয় করাে।
67. একই সুদের হারে কিছু পরিমাণ অর্থের 3 বছরের সরলসুদ 1200 টাকা ও 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 832 টাকা, সুদের হার ও অর্থের পরিমাণ নির্ণয় করাে।
68. বার্ষিক 5:5% সরল সুদের হারে 500 টাকার 5 বছরের সুদ 110 টাকা
69. কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে, একই সরল সুদের হারে কত বছরে তিনগুণ হবে?
70. বার্ষিক \(x\%\) সরল সুদের হারে কোনাে মূলধনের \(y\) বছরে মােট সুদ \(\cfrac{xyz}{25}\) টাকা হলে মূলধনের পরিমাণ –
(a) 2z টাকা (b) 4z টাকা (c) \(\cfrac{z}{2}\) টাকা (d) \(\cfrac{z}{4}\) টাকা
71. 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে \(2\cfrac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত?
72. বার্ষিক 6\(\frac{1}{4}\)% সরল সুদের হারে 800 টাকার 6 বছরের সুদ
(a) 300 টাকা (b) 240 টাকা (c) 250 টাকা (d) কোনােটিই নয়
73. বার্ষিক 10% সরল সুদের হারে কোনাে মূলধন 10 বছরে সুদেমূলে দ্বিগুণ হবে।
74. বার্ষিক ৪% সরল সুদের হারে কত বছরে 1200 টাকার সুদ 64 টাকা হবে ?
75. কোনো মূলধন সরল সুদে 20 বছরে দ্বিগুণ হলে, একই সরল সুদের হারে ওই মূলধন চারগুণ হবে –
(a) 30 বছর (b) 40 বছর (c) 80 বছর (d) 60 বছর
76. বার্ষিক 4% হারে কোনও মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অস্তর ৪0 টাকা। মূলধন নির্ণয় করো।
77. যদি কোনও বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের 'অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হবে?
78. বার্ষিক 6\(\frac{1}{4}\)% সরল সুদের হারে কোনো মূলধন কত বছরে দ্বিগুণ হবে?
79. 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কতো হবে ? Madhyamik 2022
80. উৎপলবাবু তাঁর জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে-আসলে তাঁকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি।
81. বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুন হবে হিসাব করে লিখি ।
82. একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5000 টাকা কৃষি ঋণ নেন, তবে তাঁর বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি ।
83. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে-আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি ।
84. কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন তিনগুণ হবে
85. \(x\%\) বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের \(x\) বছরে সুদ \(x\) টাকা হলে, মূলধনের পরিমাণ
86. বার্ষিক \(r\%\) সরল সুদের হারে কোনো মূলধনের \(n\) বছরে মোট সুদ \(\cfrac{pnr}{25}\) টাকা হলে, মূলধনের পরিমাণ
87. বার্ষিক \(\cfrac{r}{2}\%\) সরল সুদের হারে \(2p\) টাকার \(t\) বছরের সুদ-আসল \((2p+\)___\()\) টাকা ।
88. কোনো মূলধন বার্ষিক 6 \(\frac{1}{4}\)% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি ।
89. কোনাে মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে, মূলধনের পরিমাণ এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি।
90. বিমলকাকু তার 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 187500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে-আসলে সমান টাকা পাবে। তিনি তার ছেলে এবং | মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করি।
91. ফতিমাবিবি একটি মাসিক সঞ্জয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা করে জমা করেন। তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা পাবেন হিসাব করি।
92. বার্ষিক 7.5% সুদের হারে 12000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি ।
93. 10000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি ।
94. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে, ওই টাকার পরিমান হিসাব করে লিখি ।
95. 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয়, নির্ণয় কর । Madhyamik 2024