প্রথমে তালিকাটিকে সাধারন বিভাজন তালিকায় প্রকাশ
করা যাক।
এখানে দেখা যাচ্ছে যে 4 জন 10 এর কম পেয়েছে,
অর্থাৎ 0-10 এর মধ্যে পেয়েছে 4 জন ।
আবার 16 জন 20 এর কম পেয়েছে,সুতরাং 10-20
এর মধ্যে পেয়েছে (16-4)জন =12 জন।
প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছক থেকে পরিসংখ্যা বিভাজন
তালিকা টি হল
নম্বর | ছাত্রছাত্রীর সংখ্যা |
0-10 | 4 |
10-20 | 12 |
20-30 | 24 |
30-40 | 36 |
40-50 | 20 |
50-60 | 16 |
60-70 | 8 |
70-80 | 5 |
∴ সংখ্যাগুরুমান শ্রেণিটি হল 30-40
∴নির্ণেয় সংখ্যাগুরুমান \(=l+\cfrac{f_1-f_0}{2f_1-f_0-f_2}×h\)
[\(l=30,f_1=36,f_0=24,f_2=20,h=10\)]
\(=30+\cfrac{36-24}{2×36-24-20}×10\)
\(=30+\cfrac{12}{28}×10\)
\(=30+\cfrac{30}{7}\)
\(=30+4.29\)
\(=34.29\) (প্রায়)