আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমি গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি ।
ধরি,খালটি \(x\) মিটার লম্বা।
\(8\) ডেসিমি \(=0.8\) মিটার
∴ মাটি কাটা হয়েছে \(=2×0.8×x\) ঘন মিটার
\(=1.6x\) ঘনমিটার।
এখন প্রশ্নানুসারে, \(1.6x=240\)
বা, \(x=\cfrac{240}{1.6}=\cfrac{2400}{16}=150\)
∴খালটি \(150\) মিটার লম্বা ছিল ।