1. বার্ষিক \(\cfrac{r}{2}\%\) সরল সুদের হারে \(2p\) টাকার \(t\) বছরের সুদ-আসল \((2p+\)___\()\) টাকা ।
2. বার্ষিক \(\cfrac{r}{2}\%\) সরল সুদের হারে \(2p\) টাকার \(t\) বছরের সুদে আসলে হলো \(\left(2p+\cfrac{prt}{100}\right)\) টাকা । Madhyamik 2020
3. অমলবাবু তাঁর 13 বছর ও 15 বছরের দুই পুত্রের নামে 56000 টাকা এমনভাবে উইল করে যান যে, যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরলসুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলের বরাদ্দ টাকার পরিমাণ কি হবে?
4. বার্ষিক 10% সরল সুদের হারে কিছু টাকার 5 বছরের সুদ x টাকা হলে,আসলের পরিমাণ
(a) 2x টাকা (b) 4x টাকা (c) 10x টাকা (d) 20x টাকা
5. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{8}{25}\) অংশ হবে তা নির্ণয় করো।
6. বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা । Madhyamik 2019
7. বিমলকাকু তাঁর 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 187500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তাঁর ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন?
8. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ নির্ণয় করাে।
9. কোনাে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক 5% হারে 8 বছরের সুদ, বার্ষিক 7% হারে 4 বছরের সুদের থেকে 246 টাকা। বেশি হলে আসলের পরিমাণ কত?
(a) 5020 টাকা (b) 2000 টাকা (c) 2050 টাকা (d) 2005 টাকা
10. অনিলবাবু তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে উইল করবেন যে, যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কি?
11. বার্ষিক 10% হারে 100 টাকার 2 বছরের সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা হবে।
12. আমার কাকিমা তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে উইল করবেন যে, যখন তাদের বয়স। 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ-আসল সমান। হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কী হবে নির্ণয় করাে।
13. বার্ষিক 10% হারে 200 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা।
14. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{8}{25}\)অংশ হবে।
15. 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার ______ । Madhyamik 2023
16. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে তাহা নির্ণয় করো। Madhyamik 2023
17. উৎপলবাবু তাঁর জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে-আসলে তাঁকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি।
18. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে-আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি ।
19. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\frac{8}{25}\) অংশ হবে তা নির্ণয় করি ।
20. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদ-আসলের\(\frac{2}{5}\) অংশ হবে তা নির্ণয় করি।
21. আমার কাকিমা তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56000 টাকা এমনভাবে উইল করবেন যে, যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ-আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কী হবে নির্ণয় করি।
22. বিমলকাকু তার 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 187500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে-আসলে সমান টাকা পাবে। তিনি তার ছেলে এবং | মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করি।
23. বার্ষিক 7.5% সুদের হারে 12000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি ।
24. 10000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি ।
25. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে, ওই টাকার পরিমান হিসাব করে লিখি ।
26. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমান কত হিসাব করে লিখি ।
27. বার্ষিক r% সরল সুদের হারে 100 টাকার 1 বছরের সুদ, আসলের \(\cfrac{r}{100}\)
28. বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকার 5 মাসের সুদ \(\cfrac{x}{10}\) টাকা হলে আসল হবে
29. বার্ষিক 6% সরল সুদের হারে 5 বছরের সুদের পরিমান 75 টাকা হলে আসলের পরিমান-
(a) 200 টাকা (b) 250 টাকা (c) 300 টাকা (d) 325 টাকা
30. কিছু পরিমাণ টাকা বার্ষিক সরলসুদের হারে ৪ বৎসরে সুদে আসলে 700 টাকা দাঁড়ায় এবং এই সময়ে সুদের পরিমাণ আসলের 40% হয়। মূলধনের পরিমান হবে
(a) 500 টাকা (b) 400 টাকা (c) 600 টাকা (d) 300 টাকা
31. 6% বার্ষিক সরল সুদের হারে \(x\) টাকার সুদ কত বছরে \(\cfrac{9x}{25}\) টাকা হবে তা নির্ণয় করো।
(a) 6 বছর (b) 8 বছর (c) 10 বছর (d) 12 বছর
32. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে?
33. বার্ষিক সুদের হারে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা অধিক ।
34. বার্ষিক \(r\%\) সরল সুদের হারে কোনো মূলধনের \(n\) বছরের সুদ \(\cfrac{pnr}{25}\) টাকা হলে, মূলধনের পরিমাণ _____ টাকা হবে । Madhyamik 2018
35. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো । Madhyamik 2019
36. একজন কৃষক গ্রামের পোষ্ট অফিসে কিছু টাকা জমা রাখলেন । 4 বছর পর জানতে পারলেন তাঁর টাকা সুদেমূলে 434 টাকা হয়েছে। তিনি হিসাব করে দেখলেন এর ফলে তার আসল টাকার \(\frac{6}{25}\) অংশ সুদ হিসাবে পাচ্ছেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন এবং পােস্ট অফিস বার্ষিক কী হারে সরল সুদ দিয়েছে? Madhyamik 2014
37. একই হারে কোনাে আসলের দুই বছরের সরল সুদ ও এক বছর পর্ব বিশিষ্ট চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 800 টাকা ও 820 টাকা। আসল ও সুদের হার নির্ণয় করো । Madhyamik 2009
38. এক ব্যক্তি 28,000 টাকা তাঁর 13 বছরের ছেলে ও 15 বছরের মেয়ের জন্য এরূপ নির্দেশ দিয়ে গেলেন যে, 18 বছর বয়সে তাদের নিজ নিজ বন্টনের উপর বার্ষিক 10% সরল সুদে প্রাপ্য টাকা সুদে-আসলে সমান হবে। তাদের প্রত্যেকের জন্য বন্টিত টাকার পরিমান নির্ণয় করো । Madhyamik 2008
39. একই সরল সুদের হারে 1200 টাকা 4 বছরের জন্য এবং 2000 টাকা 3 বছরের জন্য কোনো ব্যাঙ্কে রাখা হল । মোট সুদের পরিমান 594 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত ? Madhyamik 1982
40. 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও বার্ষিক একই সুদের হারে 2 বছরের সরল সুদের অন্তর 124.05 টাকা হলে মূল টাকার পরিমাণ কত?
41. কোনো ব্যাঙ্ক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাঙ্কে এক ব্যক্তি বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি, 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে ব্যক্তিটি সুদে-আসলে কত টাকা পাবেন তা নির্ণয় করো।
42. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার \(10\) বছরের সুদ,সুদ-আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে?
43. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে-আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। Madhyamik 2022
44. কিছু পরিমাণ টাকা একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরে সবৃদ্ধিমূল 496 টাকা এবং 5 বছরে সবৃদ্ধিমূল 560 টাকা হলে, ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো।
45. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 1248 টাকা এবং 4 বছরে সুদে-আসলে 1056 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো।
46. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত?
47. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনাে টাকার \(6\) বছরের সুদ আসলের \(\cfrac{18}{25}\) অংশ হবে?
48. নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ ______।
49. 10% বার্ষিক সুদের হারে 100 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে –
(a) 10:11 (b) 11:10 (c) 20:21 (d) 21:20
50. বার্ষিক \(\cfrac{a}{5}\)% সরল সুদের হারে \(a^2\) টাকার \(\cfrac{a}{3}\) বছরের সুদ এই টাকা হলে \(\cfrac{a^3}{60}\) এর মান কত?
51. বিমলবাবু তাঁর 13 বছরের ছেলে এবং 15 বছরের মেয়ের জন্য 5,600 টাকা ব্যাঙ্কে 10% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তার ছেলে ও মেয়ের জন্য ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন।
52. জয়ন্তবাবু একটি মাসিক প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা দেন। বার্ষিক সরল সুদের হার 5% হলে বছরের শেষে জয়ন্তবাবু সুদে-আসলে কত টাকা পাবেন?
53. জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতিমাসের প্রথমদিনে 100 টাকা জমা করেন। তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা পাবেন।
54. 5640 টাকার বার্ষিক 7% সরল সুদের হারে 5 বছরের সুদ-
(a) 2074 টাকা (b) 1974 টাকা (c) 1900 টাকা (d) 744 টাকা
55. বার্ষিক 10% হারে 700 টাকার 2 বছরের চক্রবৃদ্ধিসুদ ও সরল সুদের পার্থক্য-
(a) 10 টাকা (b) 60 টাকা (c) 70 টাকা (d) 7 টাকা
56. বার্ষিক 5% সুদের হারে 2100 টাকার 3 বছরের চক্রবৃদ্ধিসুদ ও সরল সুদের পার্থক্য-
(a) 10 টাকা (b) 13 টাকা (c) 16.01 টাকা (d) কোনােটিই নয়
57. বার্ষিক 15% সুদের হারে কোনাে আসলের 2 বছরের সরল সুদ 160 টাকা হলে, চক্রবৃদ্ধি সুদ-
(a) 205 টাকা (b) 172 টাকা (c) 200 টাকা (d) কোনােটিই নয়
58. কোনো টাকার বার্ষিক 8% সুদের হারে 2 বছরের সরল সুদ 850 টাকা হলে, ওই একই সময়ের চক্রবৃদ্ধি সুদ কত?
(a) 1684 টাকা (b) 984 টাকা (c) 884 টাকা (d) কোনােটিই নয়
59. কিছু পরিমাণ টাকার 20% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরলসুদের পার্থক্য 800 টাকা হলে, আসল কত?
(a) 5250 টাকা (b) 8650 টাকা (c) 6250 টাকা (d) কোনােটিই নয়
60. বার্ষিক 8% সুদের হারে 1950 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য-
(a) 18 টাকা (b) 12.48 টাকা (c) 48.12 টাকা (d) 24 টাকা
61. বার্ষিক 20% সুদের হারে কত টাকার 3 বছরের সুদ ও সরলসুদের পার্থক্য 1024 টাকা ?
(a) 2800 টাকা (b) 1100 টাকা (c) 8000 টাকা (d) 3000 টাকা
62. কোনাে আসলের বার্ষিক 18% সুদের হারে 2 বছরের সরল সুদ 800 টাকা হলে, চক্রবৃদ্ধি সুদ-
(a) 672 টাকা (b) 872 টাকা। (c) 560 টাকা। (d) 730 টাকা।
63. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর ৪০ টাকা হবে তা নির্ণয় করাে।
64. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে তা নির্ণয় করাে।
65. কোনাে ব্যাঙ্ক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাঙ্কে দীপবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি ৪,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে ব্যাঙ্ক থেকে কত টাকা পাবেন?
66. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 10 টাকা হবে তা নির্ণয় করাে।
67. বিমলবাবু তাঁর 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 1,87,500 টাকা ব্যাঙ্কে বার্ষিক 5% সরল সুদের হার এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তাঁর ছেলে ও মেয়ের জন্য ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন তা নির্ণয় করাে।
68. রােকেয়া এই শর্তে ব্যাঙ্ক থেকে লােন নেয় যে, সে প্রতি দুই বছর অন্তর বার্ষিক 10% সরল সুদের হারে সুদ এবং আসলের \(\frac{1}{5}\) অংশ পরিশােধ করবে। দুই বছর বাদে প্রথম কিস্তি বাবদ যদি 10,000 টাকা শােধ করে থাকে, তাহলে সে কত টাকা ধার করেছিল তা নির্ণয় করাে।
69. এক ব্যাক্তি বার্ষিক 12% সরলসুদের হারে 2,40,000 টাকা ধার নিয়ে একটি বাড়ি তৈরি করেন। টাকা ধার নেওয়ার 1 বছর পর প্রতি মাসে 5200 টাকায় বাড়ি ভাড়া দেন। ঋণ নেওয়ার কত বছর পর বাড়ির ভাড়ার টাকা জমিয়ে সুদে আসলে সমস্ত ঋণ শােধ করবেন?
70. বার্ষিক 5:5% সরল সুদের হারে 500 টাকার 5 বছরের সুদ 110 টাকা
71. বার্ষিক 6\(\frac{1}{4}\)% সরল সুদের হারে 800 টাকার 6 বছরের সুদ
(a) 300 টাকা (b) 240 টাকা (c) 250 টাকা (d) কোনােটিই নয়
72. বিমলকাকু তার 13 ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56000 টাকা এমনভাবে ভাগ করে ব্যাঙ্কে রাখলেন যে তাদের বয়স যখন 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল এর পরিমাণ সমান হবে। তিনি কার নামে কত টাকা জমা রেখেছিলেন।
73. বার্ষিক শতকরা 12% সরলসুদের হারে কত টাকার মাসিক সুদ 100 টাকা হবে।
74. বার্ষিক 4% হারে কোনও মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অস্তর ৪0 টাকা। মূলধন নির্ণয় করো।
75. যদি কোনও বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের 'অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হবে?
76. 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কতো হবে ? Madhyamik 2022
77. দুই বন্ধু একসঙ্গে একটি ছোটো ব্যাবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি ।
78. 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি ।
79. আসলামচাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি ।
80. কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে-আসলে কত টাকা পাবেন নির্ণয় করি।
81. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি ।
82. ফতিমাবিবি একটি মাসিক সঞ্জয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা করে জমা করেন। তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা পাবেন হিসাব করি।
83. আমার কাছে 5000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে-আসলে মোট কত পাব হিসাব করে লিখি।
84. 5000টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি।
85. 30000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি।
86. বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80000 টাকার \(2\cfrac{ 1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, তা হিসাব করে লিখি ।
87. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার \(1\cfrac{1}{2}\)বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ-আসল নির্ণয় করি ।
88. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে হিসাব করে লিখি।
89. 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয়, নির্ণয় কর । Madhyamik 2024
90. কিছু টাকা 3 বছরের সরল সুদ সহ 944 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়, তবে একই সময়ে ওই টাকা সুদে-মূলে 980 টাকা হয়। সুদের হার ও আসল নির্ণয় করো।
91. বার্ষিক 5% সরল সুদের হারে এক ব্যক্তি কিছু টাকা ব্যাঙ্কে জমা রাখেন। 5 বছর পর তিনি মোট কত টাকা পাবেন যেখানে আসল, সুদ-আসল থেকে 12,500 টাকা কম?
92. বার্ষিক x% হারে সরল সুদে 12y টাকার 10 মাসের সুদ-আসল----- ।
93. বার্ষিক, \(r\%\) চক্রবৃদ্ধি সুদের হারে \(20,000\) টাকার \(3\) বছরের সমূল চক্রবৃদ্ধি \(26,620\) হলে \(r\) এর মান নির্ণয় করো।
94. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে ৪ বছরে সুদে-আসলে 7,400 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে, মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো।
95. বার্ষিক \(\cfrac{a}{5}\)% সরল সুদের হারে \(a^2\) টাকা \(\cfrac{a}{3}\) বছরের সুদ\(\cfrac{a^3}{60}\)হলে \(a \)এর মান নির্ণয় করো।
96. বার্ষিক r% সুদের হারে P টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ -------- টাকা।
97. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা –
(a) 120 টাকা (b) 200 টাকা (c) 240 টাকা (d) 20 টাকা
98. বার্ষিক 3% সরল সুদের হারে 5 বছরে সুদে আসলে 966 টাকা হলে, আসল হবে
(a) 480 টাকা (b) 408 টাকা (c) 404 টাকা (d) 840 টাকা
99. বার্ষিক 10% সরল সুদের হারে a টাকার b মাসের সুদ –
(a) \(\cfrac{ab}{100}\) টাকা (b) \(\cfrac{ab}{120}\) টাকা (c) \(\cfrac{ab}{1200}\) টাকা (d) \(\cfrac{ab}{10}\) টাকা
100. কত টাকার বার্ষিক 10% সরল সুদের হারে 1 দিনের সুদ 1 টাকা হবে?
(a) 7300 টাকা (b) 1825 টাকা (c) 3650 টাকা (d) 10950 টাকা
101. বার্ষিক 5% সরল সুদের হারে 6000 টাকার সুদ 1500 টাকা হতে কত বছর লাগবে?
(a) 3 বছর (b) 30 বছর (c) 5 বছর (d) 15 বছর
102. বার্ষিক 4% সরল সুদের হারে কত টাকা 5 বছরে সুদে-আসলে 360 টাকা হবে?
(a) 300 টাকা (b) 320 টাকা (c) 280 টাকা (d) 340 টাকা
103. কোনো আসলের বার্ষিক সরল সুদের পরিমান তার \(\cfrac{1}{9} \) অংশ হলে 4 বছরে কত টাকার সবৃদ্ধিমূল 1326 টাকা হবে?
(a) 1080 টাকা (b) 1120 টাকা (c) 918 টাকা (d) 750 টাকা
104. বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা সুদে আসলে \(\cfrac{7}{5}\) গুন হবে ?
(a) 4 বছর (b) 5 বছর (c) 6 বছর (d) 7 বছর
105. এক ব্যক্তি কোনো ব্যাঙ্কে 10% হারে 5 বছরের জন্য দুটি আলাদা অর্থ রেখে মেয়াদের শেষে 2500 টাকা সুদের পার্থক্য পান। আসলের পার্থক্য কত ছিল ?
(a) 2000 টাকা (b) 5000 টাকা (c) 10000 টাকা (d) 4000 টাকা
106. একই সরল সুদের হারে কোনো আসল 5 বছরে সুদে-আসলে 7000 টাকা এবং 8 বছরে সুদে-আসলে 8200 টাকা । সুদের হার কত ?
(a) 4% (b) 6% (c) 8% (d) 10%
107. 4% হারে 1250 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত ?
(a) 8 টাকা (b) 4 টাকা (c) 3 টাকা (d) 2 টাকা
108. কোনও নির্দিষ্ট পরিমাণ আসলের একই সুদের হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, 1 বছরের সরলসুদ অপেক্ষা বেশি।
109. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হয়।
110. রেখাদিদি অবসর নেবার সময় 100000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাঙ্কে ও বাকিটা পোস্ট অফিসে রেখে প্রতিবছর সুদ বাবদ 5400 টাকা পান। ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন?
111. নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে।
112. কোনো মূলধনের বার্ষিক শতকরা সুদের হারে —— বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান । Madhyamik 2017
113. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তত 80 টাকা হবে ? Madhyamik 2017 , 2010
114. নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সরল সুদ হলে 2 বছরের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি । Madhyamik 2018
115. কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধি মূলের অনুপাত 5 : 6, হলে, বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো । Madhyamik 2020
116. এক কৃষক একটি কৃষি সমবায় সমিতি থেকে 25000 টাকা ঋণ করেন এবং বার্ষিক 5% সরল সুদ প্রদান করেন। প্রথম বছরের শেষে তিনি 25000 টাকার মধ্যে 15000 টাকা পরিশোধ করেন। তাঁর সমস্ত ঋণ পরিশোধ করতে দ্বিতীয় বছরের শেষে তিনি কত টাকা পরিশোধ করেন ? Madhyamik 2007
117. একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরে সুদেমূলে 1056 টাকা এবং 7 বছরে সুদেমুলে 1248 টাকা হয়। সুদের হার ও আসল নির্ণয় করো । Madhyamik 2006 , 2003
118. A বার্ষিক 6% হার সরল সুদে B এর কাছ থেকে 960 টাকা ধার নিলো এই শর্তে যে ধার নেওয়ার পর থেকে পরবর্তী 4 টি বার্ষিক কিস্তিতে ধার পরিশোধ করবে । প্রথম 3 কিস্তির প্রত্যেকটিতে কেবল আসলের \(\cfrac{1}{4}\) অংশ করে দেবে এবং শেষ কিস্তিতে আবশিষ্ট আসল ও মোট সুদ দেবে । চতুর্থ বছরের শেষে A কত টাকা দেবে ? Madhyamik 2005
119. কোনো টাকা সরল সুদে 3 বছরে সুদে আসলে 944 টাকা হয়। সুদের হার 25% বৃদ্ধি করিলে ঐ টাকা একই সময়ে সুদে আসলে 980 টাকা হয়। টাকার পরিমান ও সুদের হার নির্ণয় কর । Madhyamik 2001
120. বার্ষিক কত হার সুদে 900 টাকার 4 বছরের সুদ 720 টাকার 5% হারে 6 বছরের সুদের সমান হবে ? Madhyamik 1980
121. বার্ষিক 5% সরল সুদের হারে \(x\) টাকার মাসিক সুদ 1 টাকা হলে \(x\)-এর মান –
(a) 200 টাকা (b) 220 টাকা (c) 240 টাকা (d) 260 টাকা
122. রাজু, অজয়কে 2 বছরের জন্য 400 টাকা এবং মনোজকে 4 বছরের জন্য 100 টাকা ধার দিল এবং দুজনের কাছ থেকে সমষ্টিগত ভাবে মোট সুদ হিসাবে 60 টাকা পেল । বার্ষিক সরল সুদের হার কত ?
123. একই সুদের হারে 800 টাকার 3 বছরের সুদ ও 1000 টাকার 5 বছরের সুদ একত্রে 592 টাকা হয়। সুদের হার কত?
(a) 6% (b) 8% (c) 7% (d) 9%
124. 292 টাকার 1 দিনের সুদ 5 পয়সা হলে, বার্ষিক সরল সুদের হার __।
125. যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% এবং দ্বিতীয় বছর 5% হয়, তবে 25,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো।
126. নির্দিষ্ট পরিমাণ টাকার, বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে -- বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পরিমাণ সমান হবে।
127. কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো।
128. কোনাে মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করাে।
129. যদি বার্ষিক 5% সুদের হারে কোনাে নির্দিষ্ট মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হয়, তবে মূলধনের পরিমাণ কত?
130. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকা \(1\cfrac{1}{2}\) বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদআসল নির্ণয় কর।
131. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ
(a) 10 টাকা (b) 20 টাকা (c) 21 টাকা (d) 22 টাকা
132. 6 মাস অন্তর সুদ দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 2,400 টাকার 1\(\cfrac{1}{2}\) বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় কর।
133. 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি আসল 12,100 টাকা হলে বার্ষিক সুদের হার –
(a) 9% (b) 10% (c) 11% (d) 12%
134. বার্ষিক সরল সুদের হার কত হলে 140 টাকার 5 বছরের সুদ 63 টাকা হবে?
(a) 9% (b) 10% (c) 6% (d) 5%
135. 300 টাকার বার্ষিক 4% হারে 2 বছরের সুদ এবং 550 টাকার 5% হারে 3 বছরের সুদের পার্থক্য-
(a) 60 টাকা (b) 55 টাকা (c) 58.50 টাকা (d) কোনােটিই নয়
136. একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক 10% সুদের হারে 400 টাকা হয় এবং বার্ষিক 4% সুদের হারে 200 টাকা হয়। আসল কত?
(a) \(\cfrac{100}{6}\) টাকা (b) \(\cfrac{100}{3}\) টাকা (c) \(\cfrac{200}{3}\) টাকা (d) \(\cfrac{200}{6}\) টাকা
137. 549 টাকাকে এমন দুটি ভাগে ভাগ করাে যে বার্ষিক 7% হারে প্রথম ভাগের 6 বছরের সুদ বার্ষিক 10% হারে দ্বিতীয়ভাগের 8 বছরের সুদের সমান। ভাগ দুটি নির্ণয় করাে।
(a) 320 টাকা, 229 টাকা (b) 510 টাকা, 39 টাকা (c) 360 টাকা, 189 টাকা (d) কোনােটিই নয়
138. 1098 টাকাকে এমন দুটি ভাগে ভাগ করাে যে বার্ষিক 5% হারে প্রথম ভাগের 9 বছরের সুদ-আসল বার্ষিক 8% হারে দ্বিতীয়ভাগের 2 বছরের সুদ-আসলের সমান। ভাগ। দুটি নির্ণয় করাে।
(a) 488 টাকা, 610 টাকা (b) 1000 টাকা, 98 টাকা (c) 900 টাকা, 198 টাকা (d) কোনােটিই নয়
139. 550 টাকার 4 বছরের জন্য বার্ষিক 6% ও 8% হারে সুদের পার্থক্য—
(a) 22 টাকা (b) 88 টাকা (c) 44 টাকা (d) 11 টাকা
140. বার্ষিক 12% হারে 3 বছরের জন্য যথাক্রমে 840 ও 1060 টাকার সুদের পার্থক্য-
(a) 89.20 টাকা (b) 83 টাকা (c) 73 টাকা (d) 79.20 টাকা
141. 5 বছরের জন্য 680 টাকার বার্ষিক 3% হারে এবং 460 টাকার বার্ষিক 5% হারে সুদের পার্থক্য-
(a) 22 টাকা (b) 13 টাকা (c) 41 টাকা (d) 60 টাকা
142. 2700 টাকার 6 বছরের জন্য যথাক্রমে বার্ষিক 7% ও 8% হারে সুদের পার্থক্য-
(a) 162 টাকা (b) 170 টাকা (c) 126 টাকা (d) 621 টাকা
143. 8 বছরের জন্য বার্ষিক 7% হারে 2100 টাকার এবং বার্ষিক 4% হারে 3500 টাকার সুদের পার্থক্য-
(a) 80 টাকা (b) 70 টাকা (c) 56 টাকা (d) 100 টাকা
144. 1400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 87.50 টাকা হলে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত?
(a) 10% (b) 25% (c) 20% (d) 15%
145. সুদীপবাবু 7800 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে জমা রাখলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 5%, 4%, 10% ও 12% হলে, 4 বছর পর 7800 টাকার সমূল চক্রবৃদ্ধি কত হবে?
(a) 10,493.68 টাকা (b) 10,000 টাকা (c) 14,936 টাকা (d) কোনােটিই নয়
146. বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 625 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত ?
(a) 6250 টাকা (b) 676 টাকা (c) 6760 টাকা (d) 628 টাকা
147. বার্ষিক 25% চক্রবৃদ্ধি সুদের হারে 3200 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত?
(a) 3050 টাকা (b) 6250 টাকা (c) 6000 টাকা (d) 3225 টাকা
148. 700 টাকার 3 বছরের সরল সুদ 210 টাকা হলে বার্ষিক সুদের হার কত ?
149. জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথমদিন 1000 টাকা করে জমা করে। ব্যাঙ্কে বার্ষিক সরল সুদের হার 5% হলে, 6 মাস শেষে সুদে-আসলে কত হবে।
150. বার্ষিক \(5\%\) চক্রবৃদ্ধি সুদের হারে \(80,000\) টাকার \(2\cfrac{1}{2}\%\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে?
151. জয়ন্তবাবু একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1500 টাকা করে জমা করেন। ব্যাঙ্কে বার্ষিক সরল সুদের হার 4% হলে বছরের শেষে তিনি সুদসহ কত টাকা পাবেন?
152. ঈশান একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতিমাসের প্রথমদিনে 1000 টাকা করে জমা দেয়। বার্ষিক সরল সুদের হার 5% হলে, 9 মাস শেষে সুদে-আসলে ঈশান কত টাকা পাবে?
153. কোনাে নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 500 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1020 টাকা হলে, মূলধনের পরিমাণ ও বার্ষিক সরলসুদের হার নির্ণয় করাে।
154. চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর হলে, কিছু পরিমাণ টাকার 1 বছরের সরল সুদ ও 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হবে।
155. বার্ষিক \(a\%\) সরল সুদের হারে \(b\) টাকার \(c\) মাসের সুদ
(a) \(\cfrac{abc}{1200}\) (b) \(\cfrac{abc}{100}\) (c) \(\cfrac{abc}{200}\) (d) \(\cfrac{abc}{120}\)
156. একই সুদের হারে কিছু পরিমাণ অর্থের 3 বছরের সরলসুদ 1200 টাকা ও 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 832 টাকা, সুদের হার ও অর্থের পরিমাণ নির্ণয় করাে।
157. 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে \(2\cfrac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত?
158. বার্ষিক ৪% সরল সুদের হারে কত বছরে 1200 টাকার সুদ 64 টাকা হবে ?
159. 6500 টাকার বছরের সমূল চক্রবৃদ্ধি 7865 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করাে।
160. 425 টাকার 3 বছরের সরল সুদ 51 টাকা হলে বার্ষিক সুদের হার _____
161. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃত্তি হার সুদে 16000 টাকার 1\(\frac{1}{2}\) বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সুদ-আসল নির্ণয় করো।
162. যদি 292 টাকার 1 দিনের সুদ 5 পয়সা হয়। তবে শতকরা বার্ষিক সরল সুদের হার কত?
163. কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো।
164. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে?
165. বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি ।
166. গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাঁকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি।
167. বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুন হবে হিসাব করে লিখি ।
168. মান্নান মিঞা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমান আসলের \(\frac{3}{8}\) অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি ।
169. একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5000 টাকা কৃষি ঋণ নেন, তবে তাঁর বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি ।
170. একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোষ্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোষ্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি ।
171. রহমতচাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 240000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়িভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি।
172. বার্ষিক \(r\%\) হার সরল সুদে \(p\) টাকার \(t\) বছরের সুদ \(I\) টাকা হলে,
(a) \(I=prt \) (b) \(prtI=100 \) (c) \(prt\)=100\(\times I\) (d) কোনোটিই নয়
173. কোনাে মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে, মূলধনের পরিমাণ এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি।
174. জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করে। ব্যাংকে | বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে-আসলে কত টাকা পাবে হিসাব করি।
175. গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবান তা হিসাব করে লিখি।
176. ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন । চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে, ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি ।
177. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি।
178. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি ।
179. কোনো নির্দিষ্ট পরিমান মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে, মূলধনের পরিমান ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি ।
180. যদি 60000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি ।
181. নির্দিষ্ট পরিমান টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে।
182. নির্দিষ্ট পরিমান টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমান ________।
183. কোনাে মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা এবং 869.40 টাকা হলে, ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি।
184. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে, তা | হিসাব করে লিখি।
185. গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 5,00,000 টাকা পেলেন । ঐ টাকার কিছুটা ব্যাঙ্ক ও বাকিটা পোষ্ট অফিসে জমা রাখেন । প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান । ব্যাঙ্ক ও পোষ্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% ও 7.2% । তিনি কোথায় কত টাকা রেখেছিলেন তা নির্ণয় করো । Madhyamik 2024