একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15000 টাকা ধার করে । 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22125 টাকা দিতে হলো । ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি ।
সমবায় সমিতির ক্ষেত্রে
আসল \((p)=15000\) টাকা
সময় \((t)=5\) বছর
সুদের পরিমান \((I)=(22125-15000) \)টাকা
\(=7125\) টাকা
∴সুদের হার \((r)=\cfrac{100×I}{pt} \%\)
\(=\cfrac{100×7125}{15000×5}\%=9.5\%\)
∴ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 9.5%