একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3 : 8 : 5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে, ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসাব করি।


তিনজনের লাভের অনুপাত=তিনজনের মূলধনের অনুপাত \(=3:8:5\)
ধরি,তিনজনের লাভের পরিমান যথাক্রমে \(3x\) টাকা, \(8x\) টাকা এবং \(5x\) টাকা ।
∴মোট লাভের পরিমান \(=(3x+8x+5x)\) টাকা \(=16x\) টাকা ।
শর্তানুসারে, \(5x-3x=60\)
বা, \(2x=60\)
বা, \(x=30\)
∴মোট লাভের পরিমান \(=16x\) টাকা \(=(16×30) \) টাকা \(=480\) টাকা

Similar Questions