একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোষ্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোষ্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি ।


অমল রায়ের ব্যাংকে জমানো টাকার ক্ষেত্রে
আসল \((p)=2000\) টাকা
সময় \((t)=3\) বছর
সুদের পরিমান \((I)=(2360-2000)\)টাকা \(=360\) টাকা

∴ব্যাংকের সুদের হার \((r)=\cfrac{100×360}{2000×3}\%\)
\(=6\%\)

পশুপতি ঘোষের পোষ্ট অফিসের জমানো টাকার ক্ষেত্রে
আসল \((p)=2000\) টাকা
সময় \((t)=3\) বছর
সুদের পরিমান \((I)=(2480-2000)\)টাকা \(=480\) টাকা

∴ পোষ্ট অফিসের সুদের হার \((r)=\cfrac{100×480}{2000×3}\%\)
\(=8\%\)

∴ব্যাংক এবং পোষ্ট অফিসের সুদের হারের অনুপাত \(=6:8=3:4\)

Similar Questions