একটি ব্যবসায় পিন্টু, আমনের \(1\frac{1}{2}\) গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড, আমনের \(2\frac{1}{2}\) গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে _____0 Madhyamik 2025
Loading content...

একটি ব্যবসায় পিন্টু, আমনের \(1\frac{1}{2}\) গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড, আমনের \(2\frac{1}{2}\) গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে \(2:3:5\)

ধরি, আমন ব্যাবসায় \(x\) টাকা দিয়েছিল ।
\(\therefore\) পিন্টু দিয়েছিল \(x\times 1\frac{1}{2}\) টাকা \(=\cfrac{3x}{2}\) টাকা
এবং ডেভিড দিয়েছিল \(x\times 2\frac{1}{2}\) টাকা \(=\cfrac{5x}{2}\) টাকা

আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে \(x:\cfrac{3x}{2}:\cfrac{5x}{2}\)
\(=1:\cfrac{3}{2}:\cfrac{5}{2}\)
\(=2:3:5\)


🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions