অমল এবং বিমল একটি ব্যাবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন (a) 1500 টাকা (b) 3000 টাকা (c) 4500 টাকা (d) 6000 টাকা

Answer: A
∴অমল পায় \(=(69-46)\) টাকা\(=23\) টাকা ।
ধরি বিমল ব্যবসায় \( x\) টাকা নিয়োজিত করে ।
∴শর্তানুসারে \((500×9):(x×6)=23:46\)
বা,\(\cfrac{4500}{6x}=\cfrac{23}{46}\)
বা, \(\cfrac{750}{x}=\cfrac{1}{2}\)
বা, \(x=1500\)

Similar Questions