ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছে হিসাব করি।

16GB/i5/Lenovo/Under 18000

Exclusive
16GB/i5/Lenovo/Under 18000
Amazon Best Buy

বর্তমান উচ্চতা AB= গাছের অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব BC, গাছের অগ্রভাগ C এবং ভূমির সাথে উৎপন্ন কোণ \(\angle ACB=\theta\)

\(\therefore tan\theta =\cfrac{AB}{BC}=\cfrac{BC}{BC}=1 = tan 45^o\)
\(\therefore \theta = 45^o\)

\(\therefore\) গাছটির অগ্রভাগ ভূমির সাথে 45\(^o\) কোণ করেছে ।

Similar Questions