বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80000 হলে, বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে, তা হিসাব করে লিখি ।


প্রতি বছর পূর্ববর্তী বছরের তুলনায় \(25\%\) হারে হ্রাস পেলে \(3\) বছর পর বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা হবে
\(=80000×\left(1-\cfrac{25}{100}\right)^3\) জন
\(=80000×\left(\cfrac{75}{100}\right)^3\) জন
\(=80000×\left(\cfrac{3}{4}\right)^3\) জন
\(=80000× \cfrac{3}{4}×\cfrac{3}{4}×\cfrac{3}{4}\) জন
\(=33750\) জন

∴বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা \(33750\) জন।

Similar Questions