গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবান তা হিসাব করে লিখি।


আসল \((p)=2000\) টাকা,
সময় \((n)=2\) বছর
সুদের হার \((r)=6\%\)

\(∴2\) বছরে সমূল চক্রবৃদ্ধি \(=p\left(1+\cfrac{r}{100}\right)^n\)
\(= 2000×\left(1+\cfrac{6}{100}\right)^2\)
\(=2000×\left(\cfrac{100+6}{100}\right)^2\)
\(=2000×\cfrac{106}{100}×\cfrac{106}{100}\)
\(=2247.20\) টাকা ।

\(∴2\) বছর পর তাকে চক্রবৃদ্ধি সুদ বাবদ দিতে হবে \((2247.20-2000) \)টাকা \(=247.20\) টাকা ।

Similar Questions