বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুন হবে হিসাব করে লিখি ।
সুদে আসলে কোনো টাকা দ্বিগুন হতে গেলে প্রাপ্ত সুদের
পরিমাণকে আসলের সমান হতে হবে ।
∴ধরি সেক্ষেত্রে, আসল \((p)=\) সুদ \((I)=x\) টাকা
সুদের হার \((r)=6\%\)
\(\therefore\) সময় \((t)=\cfrac{100\times I}{pr} =\cfrac{100\times x}{x\times 6}\) বছর
\(=\cfrac{100}{6}=16\) বছর\(=\cfrac{50}{3}=16\cfrac{2}{3}\) বছর
∴বার্ষিক \(6\%\) সরল সুদের হারে কোনো টাকা \(16 \cfrac{2}{3}\)
বছরে দ্বিগুন হবে ।