1. একটি কোণ θ -এর জন্য cosθ = \(\cfrac{3}{5}\) হতে পারে।
2. একটি কোণ θ-এর জন্য sinθ = \(\cfrac{4}{3}\) হতে পারে।
3. একটি কোণ α-এর জন্য secα = \(\cfrac{12}{5}\) হতে পারে।
4. একটি কোণ β(Beta)-এর জন্য cosecβ = \(\cfrac{5}{13}\) হতে পারে।
5. \(\theta\) একটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং \(sinθ - cosθ = 0\) হলে cot2θ -এর মান -
(a) \(\cfrac{1}{√3}\) (b) 1 (c) √3 (d) 0
6. θ (0≤θ≤90°) - এর কোন্ কোন্ মানের জন্য 2sinθ cosθ=cosθ সত্য হবে নির্নয় কর ।
7. (θ(0\(^o\)≤θ≤90\(^o\)) এর কোন মান / মানগুলির জন্য \(2sinθcosθ=cosθ\) হবে ? Madhyamik 2019
8. যদি \(tan 4θ \times tan 6θ = 1\) এবং \(6θ\) একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তবে \(θ\)-এর মান -
(a) \(5°\) (b) \(10°\) (c) \(9°\) (d) \(4°\)
9. \(θ (0° ≤ θ ≤ 90°)\) - এর কোন মান / মানগুলির জন্য \(2cos^2θ - 3cosθ +1 = 0\) সত্য হবে নির্ণয় করি।