10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যা- এর দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি ।


10 সেমি ব্যাসার্ধবিশিষ্ট A ও B কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে।
PQ=12 সেমি
AB, PQ কে O বিন্দুতে ছেদ করেছে ।
\(\therefore \triangle\) AOP এর AP=10 সেমি
OP=\(\frac{PQ}{2}=\cfrac{12}{2}\)সেমি =6 সেমি ।
\(\therefore\) AO=\(\sqrt{AP^2-OP^2}\) \(=\sqrt{10^2-6^2}\) সেমি \(=\sqrt{100-36}\) সেমি \(=\sqrt{64}\) সেমি = 8 সেমি ।
\(\therefore\) AB=2AO=2\(\times\) 8 সেমি =16 সেমি ।
\(\therefore\) দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি ।

Similar Questions