\(x^2−7x+3=0\) সমীকরণের বীজদ্বয়ের গুণফল (a) 7 (b) -7 (c) 3 (d) -3
Madhyamik 2020
Answer: C
সমীকরনটিকে \(ax^2+bx+c=0\) সমীকরনের সঙ্গে তুলনা করে পাই, \(a=1, b=-7\) এবং \(c=3\)
এখন, প্রদত্ত সমীকরনের \(\alpha\) ও \(\beta\) দুটি বীজ হলে,
বীজদ্বয়ের গুনফল, \(\alpha\beta=\cfrac{c}{a}=\cfrac{3}{1}=3\)