কোনো আসল 3 বছরে সুদেমূলে 6325 টাকা এবং 4\(\cfrac{1}{2}\) বছরে সুদেমূলে 6737.50 টাকা হলে সুদের হার ও আসল নির্ণয় করো । Madhyamik 2009


\((4\cfrac{1}{2}-3)\) বছর বা \(\cfrac{3}{2}\) বছরের প্রাপ্ত সুদের পরিমান \((6737.50-6325)\) টাকা = \(412.50\) টাকা ।

\(\therefore\) 3 বছরে প্রাপ্ত সুদের পরিমান =\((412.50\times 2)\) টাকা = \(825\) টাকা ।

\(\therefore\) আসলের পরিমান \(=(6325-825)\) টাকা = \(5500\) টাকা ।

এবং সুদের হার \(=\cfrac{100\times 825}{3\times 5500}\%=5\%\)

\(\therefore \) সুদের হার \(5\%\) এবং আসলের পরিমান \(5500\) টাকা ।

Similar Questions