1. যদি \(x =\sqrt{ 7 + 4√3}\) হয়, তাহলে \(x-\cfrac{1}{x}\) এর মান হবে-
(a) 2 (b) 2√3 (c) 4 (d) 2-√3
2. যদি \(x^2+y^2-4x-6y+13=0\) হয়, তাহলে \((x+y) : (y-x) \) এর মান কত?
3. যদি \(x(2+\sqrt{3})=y(2-\sqrt{3})=1\) হয়, তাহলে, \(\cfrac{1}{x+1}+\cfrac{1}{y+1}\) -এর মান হবে—
(a) \(1\) (b) \(\sqrt{3}\) (c) \(2\sqrt{3}\) (d) \(2\)
4. যদি \(x^2+k(4x+k-1)+2 = 0\) সমীকরণটির বীজদ্বয় সমান হয়, তাহলে \(k =\) ?
(a) \(-\cfrac{2}{3}, 1\) (b) \(\cfrac{2}{3}, 1\) (c) \(\cfrac{2}{3}, \cfrac{1}{3}\) (d) \(-\cfrac{3}{2}, \cfrac{1}{3}\)
5. যদি \(x=2+\sqrt3\) হয়, তাহলে \(\cfrac{1}{x}\) এর মান হবে।
(a) \(3+\sqrt2\) (b) \(2-\sqrt3\) (c) \(\sqrt3+2\) (d) \(\sqrt3-2\)
6. যদি \(sin^2\theta + 2x cos^2 \theta = 1\) হয়, তবে \(x\)-এর মান হবে _____ Madhyamik 2025
7. যদি \(x=\cfrac{\sqrt 3+\sqrt 2}{\sqrt 3-\sqrt 2}\) এবং \(y =\cfrac{\sqrt 3-\sqrt 2 }{ \sqrt 3+\sqrt 2}\) হয়, তাহলে \(x^2-xy+y^2\)-এর মান কত?
8. যদি \(a+\cfrac{1}{b}=1\) এবং \(b+\cfrac{1}{c}=1\) হয়, তাহলে \((c+\cfrac{1}{a})\) এবং \((abc + 1)\)-এর মান নির্ণয় করাে।
(a) 1 এবং 0 (b) 0 এবং 1 (c) 0 এবং 0 (d) 1 এবং 1
9. যদি \(x=\cfrac{\sqrt3-\sqrt2}{\sqrt3+\sqrt2}\) এবং \(xy=1\) হয়, তবে \(3x^2-5xy+3y^2\) এর মান কত?
10. (5+√3) (5-√3) = 25-\(x^2\) হলে \(x\) এর মান হবে
(a) 3 (b) √3 (c) -√3 (d) \(\pm\)√3
11. যদি \(2+b\sqrt3=\cfrac{1}{2+\sqrt3}\) হয়, তাহলে \(b\) এর মান \(-1\) ।
12. যদি \(x =\cfrac{\sqrt3+1}{\sqrt3-1}\) এবং \(xy=1\) হয়, প্রমাণ করাে যে, \(\cfrac{x^2}{y}+\cfrac{y^2}{x}\) এর সরলতম মান 52
13. যদি \(x=7+4\sqrt3\) হয়, তাহলে \(\cfrac{x^2}{x^6+3x^3+1}\) এর মান নির্ণয় কর ।
(a) 2705 (b) 7430 (c) \(\cfrac{1}{2705}\) (d) \(\cfrac{1}{7430}\)
14. যদি \(∑(x_i-3)=0\) এবং \(∑(x_i+3)=66\) হয়,তবে \(x ̅ \) ও \(n\) এর মান নির্ণয় করো।
15. \(x=\sqrt{\cfrac{\sqrt{5}+1}{\sqrt{5}-1}}\) হলে, \(x^2-x-1\) -এর মান নির্ণয় করো।
16. যদি \(x^2+px+12=0\)-র একটি বীজ \(2\) হয়, এবং \(x^2+px+q=0\)-র বীজ দুটি সমান হয় তবে \(q\)-র মান নির্ণয় করাে।
17. যদি \(x^2 - (k + 6)x + 2(2k - 1) = 0\) সমীকরণটির বীজদ্বয়ের যােগফল তাদের গুণফলের অর্ধেক হয়, তাহলে \(k =\) ?
(a) 6 (b) 7 (c) 1 (d) 5
18. যদি \(x=\cfrac{\sqrt{a+2b}+\sqrt{a-2b}}{\sqrt{a+2b}+\sqrt{a-2b}}\) হয়, তবে \(bx^2-ax+b\) -এর মান নির্ণয় করাে।
(a) 1 (b) \(0\) (c) 3 (d) 4
19. যদি \(tanθ = \cfrac{1}{\sqrt7}\) হয়, তাহলে \(\cfrac{cosec^2θ - sec^2θ}{cosec^2θ + sec^2θ}\)-এর মান কত ?
(a) \(\cfrac{3}{4}\) (b) \(\cfrac{1}{4}\) (c) \(\cfrac{2}{3}\) (d) \(\cfrac{1}{7}\)
20. যদি \(x=\cfrac{\sqrt3+\sqrt2}{\sqrt3-\sqrt2}\) এবং \(xy=1\) হয় তাহলে \(x^2-xy+y^2=?\)
21. যদি \(x^2+px+q=0\) দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি \(\alpha\) ও \(\beta\) হয় তবে \(\alpha^3+\beta^3\) এর মান কত?
22. \(x = 1+ √2+√3\) এবং \(y = 1+√2-√3\) হয়, তবে \(\cfrac{x^2 + 4xy + y^2}{x + y}\) এর মান কত হবে?
23. যদি \(sinθ – cosθ = 0 (0°≤ θ ≤ 90°)\) এবং \(secθ + cosecθ = x\) হয়, তাহলে \(x\) -এর মান
(a) 1 (b) 2 (c) \(\sqrt2\) (d) \(2\sqrt2\)
24. যদি \(cotA= \cfrac{4}{7.5}\) হয়, তাহলে \(cosA\) এবং \(cosecA\)-এর মান নির্ণয় করি এবং দেখাই যে, \(1 + cot^2 A = cosec^2 A\)
25. যদি \(x = \cfrac{4\sqrt{15}}{\sqrt5+\sqrt3}\) হয়, তবে \(\cfrac{x+\sqrt{20}}{x-\sqrt{20}}+\cfrac{x+\sqrt{12}}{x-\sqrt{12}}\) এর মান নির্ণয় করো । Madhyamik 2025
26. যদি\( x = \cfrac{\sqrt{7}+\sqrt{3}}{\sqrt{7}-\sqrt{3}}\) এবং \(xy=1\) হয়, তবে \( \cfrac{x^2 + 3xy + y^2}{x^2-3xy+y^2}\) এর মান নির্ণয় করো।
27. যদি \(cos43^\circ=\cfrac{x}{\sqrt{x^2+y^2}}\) হয়, তাহলে tan47° এর মান নির্ণয় করো।
28. কোনো তথ্যসমূহের জন্য যদি \(\sum^n_{i=1}(x_i-7)=-8;\sum^n_{i=1}(x_i+3)=72\) হয়, তাহলে \(\bar x\) এবং \(n\) -এর মান হবে _____
29. যদি \(x=1+\sqrt 2+\sqrt3; y=1+\sqrt 2–\sqrt 3\) হয়, তবে \(\cfrac{x^2 + 4xy + y^2 }{x + y}\) --এর মান কত?
30. \(3x^2-5x+b=0\) সমীকরণের বীজদ্বয়ের গুণফল \(4\) হলে \(b\) এর মান হবে –
(a) \(\cfrac{5}{3}\) (b) \(\cfrac{3}{5}\) (c) 12 (d) -12