একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধ-গোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধ-গোলকটির উচ্চতা শতকরা কত বেশী ? (a) 25% (b) 50% (c) 100% (d) 200% Madhyamik 2025
Loading content...
Answer: B
ধরি, লম্ব বৃত্তাকার চোঙ ও অর্ধ-গোলকের ব্যাসার্ধ \(r\) একক এবং লম্ব বৃত্তাকার চোঙটির উচ্চতা \(h\) একক
এখন অর্ধ-গোলকের উচ্চতা অর্ধগোলকের ব্যাসার্ধ \(r\) একক

লম্ব বৃত্তাকার চোঙটির আয়তন \(\pi r^2 h\) ঘন একক ।
এবং অর্ধগোলকের আয়তন \(=\cfrac{2}{3}\pi r^3\) ঘন একক ।

প্রশ্নানুসারে, \(\cfrac{1}{3}\pi r^2 h=\cfrac{2}{3}\pi r^3\)
বা, \(h=\cfrac{2}{3}r\)
বা, \(r=\cfrac{3}{2}h\)

\(\therefore\) চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধ-গোলকটির উচ্চতা বেশী \(=\cfrac{r-h}{h}\times 100\%\)
\(=\cfrac{\cfrac{3}{2}h-h}{h}\times 100\%\)
\(=\cfrac{\cfrac{3h-2h}{2}}{h}\times 100\%\)
\(=\cfrac{h}{\cancel2h}\times \cancel{100}50\%\)
\(=50\%\)

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions