\(7x^5-x(x+2)\) বহুপদী সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি ।
\(7x^5-x(x+2)\)
\(=7x^5-x^2-2x\)
সুতরাং এই সংখ্যামালাটির ক্ষেত্রে দেখা যাচ্ছে এটিকে \(ax^2+bx+c\) আকারে লেখা যাচ্ছে না, এবং এর সর্বোচ্চ ঘাত 5. সুতরাং এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয় ।