1. A, B ও C একত্রে একটি ব্যবসা শুরু করে 36400 টাকা লাভ করে। A ও B এর মূলধনের অনুপাত 5:3 এবং B ও C-এর মূলধনের অনুপাত 5:4 হলে A-এর লভ্যাংশ কত হবে?
2. একটি যৌথ ব্যবসায় সুমেধা, রাবেয়া এবং রীনা যথাক্রমে 4,000 টাকা, 5,000 টাকা এবং 6,000 টাকা বিনিয়ােগ করেন। 4 মাস পরে সুমেধা আরও 2000 টাকা দিলেন এবং তার 4 মাস পরে রীনা তার মূলধনের অর্ধেক টাকা তুলে নিলেন। বছরের শেষে মােট 6,900 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে ?
3. একটি যৌথ ব্যবসায় B এর মূলধন A এর মূলধনের 1\(\frac{1}{2}\) গুণ ছিল। ৪ মাস পর B তার মূলধনের অর্ধাংশ এবং আরাে 2 মাস পর A তার মূলধনের এক-চতুর্থাংশ তুলে নিল। বছরের শেষে 6,360 টাকা লাভ হলে প্রত্যেকের লভ্যাংশের পরিমাণ কত?
4. A ও B এর অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। A- এর মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে B -এর মূলধন কত?
5. একটি যৌথ ব্যবসায় A, B ও C এর মূলধনের অনুপাত \(\frac{1}{2}:\frac{1}{3}:\frac{1}{4}\) । 4 মাস পরে A তার মূলধনের অর্ধেক তুলে নেয় এবং তার ৪ মাস পরে মোট লাভের পরিমাণ 61,050 টাকা হয়। প্রত্যেকের লভ্যাংশ কত?
6. A ও B যথাক্রমে 6,200 টাকা এবং 10,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করল। তারা ঠিক করল, ব্যবসা দেখাশােনার জন্য A লাভের 20% পাবে এবং বাকী লাভের 10% সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে। এরপর বাকী লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। বছরের শেষে মােট লাভ 45,000 টাকা হলে A মােট কত টাকা পাবে? Madhyamik 2009
7. A, 2000 টাকা 8 মাসের জন্য B কিছু টাকা 5 মাসের জন্য অংশীদারি ব্যবসায় বিনিয়ােগ করে। ব্যবসায় মােট লাভ হয় 210 টাকা এবং A লাভের 140 টাকা পায়। B এর মূলধন কত?
8. একটি যৌথ ব্যাবসায় প্রতি মাসে ক, খ-এর তুলনায় 600 টাকা বেশি বিনিয়ােগ করে। খ 7\(\cfrac{1}{2}\) মাসের জন্য বিনিয়ােগ করেছে এবং ক, খ অপেক্ষা 2 মাস বেশি বিনিয়ােগ করেছে। এখন 620 টাকা লাভ হলে এবং খ, ক অপেক্ষা 140 টাকা কম পেলে, খ-এর মূলধনের পরিমাণ কত হবে?
(a) 2400 টাকা (b) 2700 টাকা (c) 3000 টাকা (d) 3500 টাকা
9. একটি অংশীদারী ব্যবসায় A,B,C এর মূলধনের : অনুপাত 3:৪:5 এবং A এর লভ্যাংশ C এর লভ্যাংশের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মােট কত লাভ হয়েছিল?
10. A এবং B দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ 2500 টাকা। A এর মূলধন 1800 টাকা এবং লাভ 1500 টাকা হলে B এর মূলধন কত ছিল?
11. একটি যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধনের অনুপাত 6 : 4 : 3, 4 মাস পরে প্রথম বন্ধু তাঁর মূলধনের অর্ধেক তুলে নেন এবং তার ৪ মাস পরে মোট লাভ হয় 61,050 টাকা। তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে ? Madhyamik 2023
12. এক অংশীদারী ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 2:3, B এবং C এর মূলধনের অনুপাত 6:5; A এর লভ্যাংশ 400 টাকা হলে C এর লভ্যাংশ কত হবে?
(a) 500 টাকা (b) 600 টাকা (c) 700 টাকা (d) 800 টাকা
13. বছরের শুরুতে একটি যৌথ ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 2:3 এবং B ও C এর মূলধনের অনুপাত 4:5; বছর শেষে C এর প্রাপ্য লভ্যাংশ 300 টাকা হলে A এর প্রাপ্য লভ্যাংশ কত হবে?
14. রাজীব ও আফতাবের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 কাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত?
15. A, B ও C যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে ব্যবসা আরম্ভ করল । কয়েক মাস পর A আরও 3,000 টাকা ব্যবসায় লগ্নি করল । বছরের শেষে মোট 30,000 টাকা লাভ হল এবং C তার ভাগে 10,800 টাকা লভ্যাংশ পেল । A কখন আরও 3,000 টাকা লগ্নি করেছিল ? Madhyamik 2018
16. A ও B 12500 টাকা এবং 8500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করল। তারা চুক্তি করল যে লাভের 40% তাদের মধ্যে সমান ভাবে ভাগ হবে এবং বাকি 60% মূলধনের অনুপাতে ভাগ হবে। A-এর লাভ 1950 টাকা হলে B-এর লাভ কত?
17. এক অংশীদারি কারবারে A লাভের \(\cfrac{2}{3}\) অংশ পান, B ও C অবশিষ্ট লভ্যাংশ সমান ভাগে ভাগ করেন । লাভের হার 5% থেকে 7% বৃদ্ধি হলে A এর আয় 8000 টাকা বৃদ্ধি পায় । C এর মূলধন কত ?
18. A, B ও C একটি যৌথ ব্যাবসাতে মােট 15000 টাকা লাভ করল। যদি A ও B-এর মূলধনের অনুপাত 2:3 এবং B ও C-এর মূলধনের অনুপাত 2:5 হয়, তবে B কত টাকা লভ্যাংশ পাবে?
(a) 4500 (b) 9000 (c) 2400 (d) 3600
19. দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে প্রদীপের মূলধন কত?
20. কোনাে ব্যাবসায় A এবং C-এর মূলধনের অনুপাত 2:1 এবং A ও B-এর মূলধনের অনুপাত 3:2; বার্ষিক লাভ 1,57,300 টাকা হলে, B-এর লভ্যাংশ কত হবে ?
(a) 48,000 টাকা (b) 58,400 টাকা (c) 48,400 টাকা (d) 68,000 টাকা
21. দুজনের একটি অংশীদারী ব্যবসায় মােট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে, আফতাবের মূলধন কত ছিল?
22. একটি যৌথ ব্যবসায়। 1 লা জানুয়ারী A, B ও C যথাক্রমে 4,000 টাকা, 5000 টাকা ও 6000 টাকা বিনিয়ােগ করে। 1 লা মে A ঐ ব্যবসায় আরও 2000 টাকা বিনিয়ােগ করে। 1 লা সেপ্টেম্বর C তার মূলধনের অর্ধাংশ তুলে নেয়। 31শে ডিসেম্বর পর্যন্ত 6,900 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে?
23. দুজনের একটি অংশীদারী ব্যবসায় মােট লাভ 1500 টাকা। অসীমের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে প্রতীমের মূলধন কত?
24. দীপক, উমা ও পৃথা যথাক্রমে 6000 টাকা, ৪000 টাকা ও 9000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ। করলাে। কয়েকমাস পরে দীপক আরও 3,000 টাকা লগ্নী করলাে। বছর শেষে মােট 3000 টাকা লাভ হলাে এবং পৃথা 1080 টাকা লভ্যাংশ পেল। দীপক কখন 3000 টাকা। লগ্নী করেছিল?
25. একটি অংশীদারি কারবারে B এর মূলধন A এর মূলধনের \(1\frac{1}{2}\) গুণ। ৪ মাস পর B তার মূলধনের অর্ধেক এবং আরও 2 মাস পর A তার মূলধনের \(\frac{1}{4}\) অংশ তুলে নেয়। ওই বছরে 6360 টাকা লাভ হলে A কত টাকা পাবে?
26. দুজনের একটি অংশীদারি ব্যবসায় মােট লাভ 1500 টাকা। অজয়ের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আকাশের মূলধন কত হবে?
27. এথমে অরুণ ও অজয় যথাক্রমে 24.000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে। কিন্তু কয়েকমাস পরে অরুণ আরও 12,000 টাকা ঐ ব্যবসায় মূলধন দেন। বছর শেষে ওই ব্যবসায় 14.030 টাকা লাভ হয় এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেল। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন?
28. বছরের প্রথমে A ও B যথাক্রমে 6000 টাকা ও 5000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। কয়েক মাস পর C 6000 টাকা মূলধন দিয়ে ওই ব্যবসায় যােগ দেয়। বছরের শেষে মােট 15,000 টাকা লাভ হয় এবং C 4000 টাকা লভ্যাংশ পায়। কত মাস পর C ব্যবসায় যােগ দিয়েছিল?
29. A, B এবং C যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করল। A কিছু মাস পরে আরও 3,000 টাকা নিয়োগ করল। বছরের শেষে 3,000 টাকা লাভ হল এবং C লভ্যাংশের 1,080 টাকা পেল। A কত মাস পরে আরও 3,000 টাকা নিয়োগ করেছিল?
30. দুজনের একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত?