r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধবিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে r একক উচ্চতার একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য (a) 2r একক (b) 3r একক (c) r একক (d) 4r একক
Answer: A
ধরি,ভূমির ব্যাসার্ধ হবে \(x\) একক
\(∴ \cfrac{1}{3} πx^2 r= \cfrac{4}{3} πr^3\)
বা, \(x^2=4r^2 \)
বা, \(x=2r \)