AB-কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি। AB-এর উপর যে-কোনো বিন্দু C থেকে AB-এর উপর লম্ব অঙ্কন করেছি যা অর্ধবৃত্তকে D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে, CD, AC ও BC-এর মধ্যসমানুপাতী।
AB কে ব্যাস ধরে অঙ্কিত অর্ধবৃত্তের ব্যাস AB এর
ওপর C একটি বিন্দু। C বিন্দু দিয়ে AB এর ওপর
অঙ্কিত লম্ব অর্ধবৃত্তকে D বিন্দুতে ছেদ করেছে।
প্রমান করতে হবে যে,CD,AC ও BC এর মধ্য
সমানুপাতী ।
অঙ্কনঃ A,D এবং B,D যুক্ত করা হল।
প্রমানঃ ∠ADB=90°[অর্ধবৃত্তস্থ কোণ]
এখন সমকোণী ত্রিভূজ ADB এর সমকৌণিক বিন্দু
D থেকে অতিভূজ AB এর ওপর DC লম্ব।
∴∆ADC এবং ∆DBC সদৃশকোণী
∴ \(\frac{CD}{BC}=\frac{AC}{CD}\)
বা,CD\(^2\)=AC.BC
∴CD,AC এবং BC এর মধ্যসমানুপাতী (প্রমানিত)।