\(x tan 30° + y cot 60° = 0\) এবং \(2x –y tan 45° = 1\) হলে, \(x\) ও \(y\)-এর মান হিসাব করে লিখি।


\(xtan30°+ycot60°=0 \)
বা, \(x.\cfrac{1}{√3}+y.\cfrac{1}{√3}=0 \)
বা, \(x+y=0----(i) \)

আবার, \(2x-ytan45°=1 \)
বা, \(2x-y.1=1 \)
বা, \(2x-y=1----(ii)\)

\((i)\) এবং \((ii)\) নং সমীকরণদ্বয় যোগ করে পাই,
\(x+y+2x-y=0+1 \)
বা, \(3x=1 \)
বা, \(x=\cfrac{1}{3} \)

\((i)\) নং সমীকরনে \(x=\cfrac{1}{3}\) বসিয়ে পাই \(\cfrac{1}{3}+y=0 \)
বা, \(y=-\cfrac{1}{3}\)

∴নির্ণেয় মান \(x=\cfrac{1}{3} \) এবং \(y=-\cfrac{1}{3}\)

Similar Questions