একটি যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধনের অনুপাত 6 : 4 : 3, 4 মাস পরে প্রথম বন্ধু তাঁর মূলধনের অর্ধেক তুলে নেন এবং তার ৪ মাস পরে মোট লাভ হয় 61,050 টাকা। তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে ? Madhyamik 2023


ধরি, তিন বন্ধুর মূলধন যথাক্রমে \(6x\) টাকা, \(4x\) টাকা এবং \(3x\) টাকা
4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নিলে 4 মাস পরে ক প্রথম বন্ধুর মূলধন হয় \(\cfrac{1}{2}\times 6x =3x\) টাকা
\(\therefore\) এখন তাদের মূলধনের অনুপাত হয়
\((6x\times 4)+(3x\times 8):4x\times 12:3x\times 12\)
\(=48x:48x:36x\)
\(=4:4:3\)
\(=\cfrac{4}{11}:\cfrac{4}{11}:\cfrac{3}{11}\) [\(\because 4+4+3=11\)]

\(\therefore\) প্রথম বন্ধু টাকা পাবে \(\left(61050\times \cfrac{4}{11}\right)\) টাকা
\(=22200\) টাকা

দ্বিতীয় বন্ধু টাকা পাবে \(\left(61050\times \cfrac{4}{11}\right)\) টাকা
\(=22200\) টাকা

তৃতীয় বন্ধু টাকা পাবে \(\left(61050\times \cfrac{3}{11}\right)\) টাকা
\(=16650\) টাকা


Similar Questions