5 সেমি ও 7 সেমি ব্যাসবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব (a) 1 cm (b) 2 cm (c) 3 cm (d) 4 cm
Madhyamik 2024
Answer: A
বৃত্তদুটির ব্যাসার্ধ যথাক্রমে \(\cfrac{5}{2}\) সেমি = \(2.5\) সেমি এবং \(\cfrac{7}{2}\) সেমি \(= 3.5\) সেমি
বৃত্ত দুটি অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব = তাদের ব্যাসার্ধের অন্তর \(=(3.5-2.5)\) সেমি \(=1\) সেমি