মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ (টাকায়) হলো, 107, 210, 92, 52, 113, 75, 195; বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি।


মধুবাবুর দোকানের বিক্রয়লব্ধ অর্থ (টাকা)মানের ঊর্ধক্রমে সাজিয়ে পাই,
52,75,92,107,113,195,210

এখানে, \(n=7\) অর্থাৎ অযুগ্ম।
∴বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা \(=\cfrac{(n+1)}{2}\) তম মান
\(=\cfrac{(7+1)}{2}\) তম মান \(=4\) তম মান \(=107\) টাকা ।


Similar Questions