কৃষিজমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে, বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত হবে, তা নির্ণয় করি ।


প্রতি বছর পূর্ববর্তী বছরের তুলনায় \(20\%\) হারে হ্রাস পেলে \(3\) বছর পর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা হবে
\(=3000×\left(1-\cfrac{20}{100}\right)^3\) জন
\(=3000×\left(\cfrac{80}{100}\right)^3\) জন
\(=3000×\left(\cfrac{4}{5}\right)^3\) জন
\(=3000× \cfrac{4}{5}×\cfrac{4}{5}×\cfrac{4}{5}\) জন
\(=1536\) জন

∴বর্তমান রসুলপুর গ্রামে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা \(1536\) জন ।

Similar Questions