1. জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি \(\bbox[white,12px,border:1px solid black] {\,\,\,\,\,\,\,\,\,\,\,}\) বিভক্ত করে ।
2. বৃত্তের সকল ব্যাস \(\bbox[white,12px,border:1px solid black] {\,\,\,\,\,\,\,\,\,\,\,}\) বিন্দুগামী ।
3. বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা \(\bbox[white,12px,border:1px solid black] {\,\,\,\,\,\,\,\,\,\,\,}\)।
4. একটি বৃত্তে \(\bbox[white,12px,border:1px solid black] {\,\,\,\,\,\,\,\,\,\,\,}\) বিন্দু আছে।
5. দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য \(\bbox[white,12px,border:1px solid black] {\,\,\,\,\,\,\,\,\,\,\,}\) হবে ।
6. একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি \(\bbox[white,12px,border:1px solid black] {\,\,\,\,\,\,\,\,\,\,\,}\) এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল ।
7. বৃত্তের বৃহত্তম জ্যা _বিন্দুগামী।
8. প্রমাণ করো যে, ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা।
9. বৃত্তের কোনাে বৃহত্তম জ্যা-এর লম্বসমদ্বিখণ্ডক ওই বৃত্তের _______।
10. প্রমাণ করো ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা।
11. প্রমাণ করি, ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা।
12. বৃত্তের কোনাে বৃহত্তম জ্যা-এর লম্বসমদ্বিখণ্ডক ওই বৃত্তের _______।