দুটি ক্রমিক ধনাত্বক অযুগ্ম সংখ্যার গুনফল 143 - বিবৃতি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি ।
ধরি, প্রথম অযুগ্ম সংখ্যাটি \(x\),
সুতরাং, পরবর্তী অযুগ্ম সংখ্যাটি \((x+2)\)
এখন প্রশ্নানুসারে, \(x(x+2)=143\)
\(x^2+2x-143=0\)
\(\therefore \) নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হল \(x^2+2x-143=0\)