কোনো ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত \(\cfrac{1}{7}:\cfrac{1}{4}\) বছরের শেষে 11,000 টাকা লাভ হলে তাদের লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো।
Madhyamik 2023
A ও B এর মূলধনের অনুপাত \(\cfrac{1}{7}:\cfrac{1}{4}\)
\(=4:7\)
\(=\cfrac{4}{11}:\cfrac{7}{11}\) [\(\because 4+7=11\)]
\(\therefore \) A এর লভ্যাংশের পরিমান \(=11000\times \cfrac{4}{11}\) টাকা \(=4000\) টাকা
এবং B এর লভ্যাংশের পরিমান \(=11000\times \cfrac{7}{11}\) টাকা \(=7000\) টাকা