বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে, তা হিসাব করে লিখি ।
ধরি,আসল \((p)=x\) টাকা,
সময় \((n)=3\) বছর,
সুদের হার \((r)=8\% \)
∴শর্তানুসারে, \(x\left(1+\cfrac{8}{100}\right)^3=31492.80\)
বা, \(x\left(\cfrac{108}{100}\right)^3=31492.80\)
বা, \(x\left(\cfrac{108×108×108}{100×100×100}\right)=31492.80 \)
বা, \(x=\cfrac{31492.80×100×100×100}{108×108×108} \)
বা, \(x=25000 \)
∴আসলের পরিমান ছিল \(25000\) টাকা ।