একটি বৃত্তে অন্তর্লিখিত ∆ABC; বৃত্তের ব্যাস AD এবং AE, BC বাহুর উপর লম্ব যা BC বাহুকে E বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, ∆AEB এবং ∆ACD সদৃশকোণী। এর থেকে প্রমাণ করি যে, AB.AC=AE.AD.
ধরি, \(∆ABC\) একটি বৃত্তে অন্তর্লিখিত। বৃত্তের ব্যাস \(AD;
AE,BC\) বাহুর ওপর \(E\) বিন্দুতে লম্ব।
প্রমান করতে
হবে যে, \(∆AEB\) এবং \(∆ACD\) সদৃশকোণী এবং
\(AB.AC=AE.AD\)
প্রমানঃ \(∆ABE\) এবং \(∆ADC\) এর,
\(∠AEB=∠ACD\) [উভয়েই সমকোণ]
\(∠ABE=∠ADC\) [একই চাপের ওপর অবস্থিত]
\(∴ ∆AEB\) এবং \(∆ADC\) সদৃশকোণী।
\(∴ \cfrac{AB}{AD}=\cfrac{AE}{AC} \)
বা, \(AB.AC=AE.AD\) (প্রমানিত)