একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে, ঘনকটির ঘনফল হিসাব করে লিখি ।


ঘনকের ধারের সংখ্যা \(=12\)
ধারের দৈর্ঘ্যের সমষ্টি \(60\) সেমি হলে,প্রতিটি ধারের দৈর্ঘ্য=\(\cfrac{60}{12}\) সেমি \(=5\) সেমি
∴ঘনকটির ঘনফল\(=5^3\) ঘনসেমি \(=125\) ঘনসেমি । (Answer)

Similar Questions