1. a:bc, b:ca, c:ab অনুপাতগুলির মিশ্র অনুপাত হলাে_____ ।
2. কোনাে সমকোণী চৌপলের মাত্রাগুলির অনুপাত 6: 5: 4। এর সমগ্রতলের ক্ষেত্রফল 3700 বর্গসেমি হলে, এর আয়তন কত? সেমি
(a) 1500 ঘনসেমি (b) 51000 ঘনসেমি (c) 50100 ঘনসেমি (d) 15000 ঘনসেমি
3. 12 সেমি ব্যাসবিশিষ্ট একটি সীসার নিরেট গােলক গলিয়ে তিনটি ছােট নিরেট গােলক তৈরি করা হল। যদি ছােট গােলকগুলির ব্যাসের অনুপাত 3 : 4 : 5 হয়, তবে ছােট গােলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ কত? Madhyamik 2014
4. রেডিয়ানের সংজ্ঞা দাও। একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2: 5: 3; ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটি বৃত্তীয় মান কত? Madhyamik 2010
5. 2: 3, 4: 5, 6: 7-এর মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত কত?
(a) 33:18 (b) 35:16 (c) 34:20 (d) 39:19
6. \(p^2 : qr\) এবং অপর একটি অনুপাতের মিশ্র অনুপাত \(q^2 : pr\) হলে, ওই অনুপাতটি কত?
(a) \(q^3:p^3\) (b) \(q:p\) (c) \(q^2:p^2\) (d) \(q^3:r^3\)