1. 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করাে।
2. 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ ও সমূল চক্রবৃদ্ধি কত হবে?
3. 6 মাস অন্তর সুদ দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 2,400 টাকার 1\(\cfrac{1}{2}\) বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় কর।
4. বার্ষিক সুদের হার 16% এবং সুদ 3 মাস অন্তর দেয় হলে, 7500 টাকার 6 মাসের সমূল চক্রবৃদ্ধি কত হবে?
(a) 8500 টাকা (b) 9112 টাকা (c) 8112 টাকা (d) 7812 টাকা
5. যদি বার্ষিক সুদের হার 12% এবং সুদ 4 মাস অন্তর দেয় হয়, তবে 6840 টাকার \(\cfrac{2}{3}\) বছরের চক্রবৃদ্ধি সুদ-
(a) 780 টাকা (b) 330.14 টাকা (c) 758 টাকা (d) 558.14 টাকা
6. বার্ষিক ৪% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরে সমূলচক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে নির্ণয় করাে।
7. 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি।
8. 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও বার্ষিক একই সুদের হারে 2 বছরের সরল সুদের অন্তর 124.05 টাকা হলে মূল টাকার পরিমাণ কত?
9. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ নির্ণয় করাে।
10. সুদ 6 মাস অন্তর দেয় হলে 10,000 টাকার বার্ষিক 10% হার সুদে বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হলাে -
(a) 50 টাকা (b) 25 টাকা (c) 75 টাকা (d) 0 টাকা
11. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃত্তি হার সুদে 16000 টাকার 1\(\frac{1}{2}\) বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সুদ-আসল নির্ণয় করো।
12. যদি 6 মাস অন্তর সুদ, আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8000 টাকার 1\(\frac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে ? Madhyamik 2019
13. বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে, আসল নির্ণয় কর।
14. কোনো ব্যাঙ্ক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাঙ্কে এক ব্যক্তি বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি, 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে ব্যক্তিটি সুদে-আসলে কত টাকা পাবেন তা নির্ণয় করো।
15. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত?
16. বার্ষিক সুদের হার 5% এবং সুদ 4 মাস অন্তর দেয় হলে, 4800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
(a) 254 টাকা (b) 244.02 টাকা (c) 444.02 টাকা (d) 344 টাকা
17. সুদ 6 মাস অন্তর দেয় হলে, 10% হারে 750 টাকার 1 বছরের সমূল চক্রবৃদ্ধি-
(a) 830 টাকা (b) 826.88 টাকা (c) 890 টাকা (d) 1526 টাকা
18. সুদ 4 মাস অন্তর দেয় হলে 5600 টাকার 9% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ-
(a) 719 টাকা (b) 519.27 টাকা (c) 419.27 টাকা (d) 6019.27 টাকা
19. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর ৪০ টাকা হবে তা নির্ণয় করাে।
20. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে তা নির্ণয় করাে।
21. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 10 টাকা হবে তা নির্ণয় করাে।
22. ঈশান একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতিমাসের প্রথমদিনে 1000 টাকা করে জমা দেয়। বার্ষিক সরল সুদের হার 5% হলে, 9 মাস শেষে সুদে-আসলে ঈশান কত টাকা পাবে?
23. কোনাে নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 500 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1020 টাকা হলে, মূলধনের পরিমাণ ও বার্ষিক সরলসুদের হার নির্ণয় করাে।
24. 6500 টাকার বছরের সমূল চক্রবৃদ্ধি 7865 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করাে।
25. যদি কোনও বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের 'অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হবে?
26. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমান কত হিসাব করে লিখি ।
27. বার্ষিক 5% সুদের হারে 10,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো।