একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে, ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি।


ত্রিভূজের কোণ তিনটির অনুপাত \(=2:3:4\)
\(=\cfrac{2}{9}:\cfrac{3}{9}:\cfrac{4}{9} [∵2+3+4=9]\)

আমরা জানি,ত্রিভূজের তিনটি কোণের সমষ্টি \(=π\) রেডিয়ান ।

∴ত্রিভূজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান \(=π×\cfrac{4}{9}\) রেডিয়ান \(=\cfrac{4π}{9}\) রেডিয়ান (Answer)

Similar Questions