এক কৃষক একটি কৃষি সমবায় সমিতি থেকে 25000 টাকা ঋণ করেন এবং বার্ষিক 5% সরল সুদ প্রদান করেন। প্রথম বছরের শেষে তিনি 25000 টাকার মধ্যে 15000 টাকা পরিশোধ করেন। তাঁর সমস্ত ঋণ পরিশোধ করতে দ্বিতীয় বছরের শেষে তিনি কত টাকা পরিশোধ করেন ?
Madhyamik 2007
প্রথম বছরে কৃষকের ঋণের পরিমান = 25000 টাকা ।
\(\therefore\) প্রথম বছরের সুদ =\(\cfrac{25000\times 1\times 5}{100}\) টাকা = \(1250\) টাকা
দ্বিতীয় বছরের ক্ষেত্রে তার ঋণের পরিমান (25000-15000) টাকা = 10000 টাকা
\(\therefore\) দ্বিতীয় বছরের সুদ \(\cfrac{10000\times 1\times 5}{100}\) টাকা = 500 টাকা
\(\therefore\) দ্বিতীয় বছরের শেষে তাকে পরিশোধ করতে হবে (10000+1250+500) টাকা = 11750 টাকা ।