একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3; চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত তা লিখি।।


ধরি,লম্ব বৃত্তাকার চোঙ এবং শঙ্কুর ব্যাসার্ধ যথাক্রমে \(3r\) একক ও \(4r\) একক এবং উচ্চতা যথাক্রমে \(2h\) একক ও \(3h\) একক

∴চোঙের আয়তন∶শঙ্কুর আয়তন
\(=π(3r)^2×2h∶\cfrac{1}{3} π(4r)^2×3h\)
\(=18πr^2 h:16πr^2 h=9:8\) (Answer)

Similar Questions