2.8 ডেসিমি অন্তঃব্যাসবিশিষ্ট এবং 7.5 ডেসিমি. লম্বা একটি জ্বালানী গ্যাস সিলিন্ডারে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম। তবে গ্যাস সিলিন্ডারটিতে কত কেজি গ্যাস আছে ? Madhyamik 2015


গ্যাস সিলিন্ডারটির অন্তর্ব্যাসার্দ্ধ \((r)=\cfrac{2.8}{2}\) ডেসিমি \(=1.4\) ডেসিমি এবং উচ্চতা \((h)=7.5\) ডেসিমি

\(\therefore\) গ্যাস সিলিন্ডারটির আয়তন \(=\pi r^2 h\) ঘন ডেসিমি
\(=\cfrac{22}{7}\times (1.4)^2\times 7.5\) ঘন ডেসিমি
\(=\cfrac{22×14×14×75}{7×10×10×10}\) ঘন ডেসিমি
\(=46.2\) ঘন ডেসিমি

\(\therefore \) গ্যাস সিলিন্ডারটিতে গ্যাসের পরিমান
\(=(325\times 46.2) \) গ্রাম
\(=15015\) গ্রাম \(=15.015\) কেজি (Answer)

Similar Questions