ABC ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর O বিন্দু এমনভাবে অবস্থিত যে OA = OB এবং \(\angle\)AOB = 2\(\angle\)ACB. O বিন্দুকে কেন্দ্র করে OA দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে C বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে।
বিবৃতিটি সত্য
যেহেতু \(\angle\)AOB=2\(\angle\)ACB সুতরাং একই চাপ AB
এর ওপর অবস্থিত \(\angle\)AOB কেন্দ্রস্থ কোণ এবং \(\angle\)ACB
পরিধিস্থ কোণ। সুতরাং C বিন্দু বৃত্তের ওপর অবস্থিত
হবে।