নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি.। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি. 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি। খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি. কাঠ লেগেছে নির্ণয় করি।
Loading content...
ধরি,খেলনাটির তির্যক উচ্চতা \(=x\) সেমি
শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ \((r)=\cfrac{10}{2}\) সেমি \(=5\) সেমি
∴শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল \(=π×5×x\) বর্গ সেমি \(=\cfrac{22}{7}×5×x\) বর্গ সেমি
শর্তানুসারে, \(\cfrac{22}{7}×5×x=\cfrac{429}{2.10} \)
বা, \(x=\cfrac{429×7}{2.10×22×5} =\cfrac{429×7×100}{210×22×5}=13\)
∴শঙ্কুটির তির্যক উচ্চতা \(=13\) সেমি
∴শঙ্কুটির উচ্চতা \((h)=\sqrt{13^2-5^2}
=\sqrt{169-25}=\sqrt{144}\) সেমি \(=12\) সেমি ।
শঙ্কুটির আয়তন \(=\cfrac{1}{3} πr^2 h\)
\(=\cfrac{1}{3}×\cfrac{22}{7}×(5)^2×12\) ঘন সেমি
\(=\cfrac{2200}{7}\) ঘন সেমি \(=314 \cfrac{2}{7}\) ঘন সেমি
∴শঙ্কুটির উচ্চতা \(12\) সেমি এবং শঙ্কুটি তৈরি করতে
\(314 \cfrac{2}{7}\) ঘন সেমি কাঠ লাগবে।
🚫 Don't Click. Ad Inside 😈